পৃথিবীর এক নতুন অতিথি আসতে চলেছে। আকাশের দিকে চোখ রাখলে একটা মিনিমুন দেখা যাবে। জ্যোতির্বিজ্ঞানীরা 2024 PT5 নামে একটা ছোটো গ্রহাণু আবিষ্কার করেছেন। এই গ্রহাণু বা মিনিমুন অস্থায়ীভাবে দুমাসের জন্য পৃথিবীর মহাকর্ষের টানে ধরা পড়বে। মাত্র দুমাস এই অতিথি আমাদের গ্রহকে প্রদক্ষিণ করবে। ২৯শে সেপ্টেম্বর থেকে এই ক্ষণস্থায়ী মিনি-মুনের পৃথিবীকে ঘিরে ঘোরা শুরু হবে আর ২৫ নভেম্বরের মধ্যে এটা অদৃশ্য হয়ে যাবে। এই গ্রহাণুর বিশদ বিবরণ, এর ঘোড়ার নাল আকৃতি পথ সম্প্রতি আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির গবেষণা নোটে প্রকাশিত হয়েছে। নাসার গ্রহাণু টেরেস্ট্রিয়াল-ইমপ্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম (ATLAS) এটাকে ৭ আগস্ট প্রথম শনাক্ত করে। এই গ্রহাণুর ব্যাস প্রায় ৩৭ ফুট বলে মনে করা হয়, যদিও এর আকার নিশ্চিত করার জন্য আরও তথ্যের প্রয়োজন বলে তারা জানিয়েছেন। ২০১৩ সালে রাশিয়ার চেলিয়াবিনস্কে বিস্ফোরিত হওয়া এক গ্রহাণু থেকে যথেষ্ট ক্ষতি হয়েছিল ও ১৫০০ মানুষ আহত হয়েছিল। এই আহত হওয়ার কারণ উল্কার অভিঘাতে প্রচুর বাড়ির কাচ ভেঙে মানুষ জখম হয়েছিল। এই নতুন গ্রহাণু, 2024 PT5 রাশিয়ায় বিস্ফোরিত গ্রহাণুর তুলনায় বড়ো হলেও অদূর ভবিষ্যতে পৃথিবীর সাথে এর সংঘর্ষের কোনো ঝুঁকি নেই। কারণ এটা পৃথিবী এবং চাঁদের দূরত্বের প্রায় ১০ গুণ দূরত্বে গিয়ে, ২.৬ মিলিয়ন মাইল দূর থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করবে।
2024 PT5 মতো মিনি-মুন, বা এই ধরনের গ্রহাণু কয়েক সপ্তাহ, মাসখানেক বা কয়েক বছর ধরে পৃথিবীর কক্ষপথে থাকে। প্রতি দশকে একাধিকবার এরকম মিনি-মুন আসে, তবে দীর্ঘমেয়াদী সময় তারা থাকেনা। এই গ্রহাণু অর্জুন গ্রহাণু গ্রুপের, যেটা পৃথিবীর মতো সূর্যের চারপাশে একই রকম কক্ষপথে ঘোরে। মিনি-মুন হিসেবে সংক্ষিপ্ত সময় পৃথিবীকে ঘিরে ঘোরার পর, 2024 PT5-কে ২০২৫ সালের জানুয়ারিতে আবার পৃথিবীর কাছাকাছি দেখা যাবে। জ্যোতির্বিজ্ঞানীরা ভবিষ্যদ্বাণী করেছেন এই গ্রহাণু ২০৫৫ সালে, তারপর ২০৮৪ সালে পৃথিবীর মিনি-মুন হিসেবে ফিরে আসবে। যাদের আকাশ পর্যবেক্ষণ করা হবি, তারা এই ম্লান বস্তু দেখতে পাবেন না। জ্যোতির্বিজ্ঞানীরা উন্নত টেলিস্কোপের সাহায্যে এর আকার, গতিপথ দেখতে পাবেন, তাদের সংগৃহীত তথ্য পৃথিবীর অতিথিদের সম্পর্কে তাদের আরও ধারণা গড়ে তুলবে।