পৃথিবীর খুব কাছে লক্ষ বছর বয়সী ধুমকেতু

পৃথিবীর খুব কাছে লক্ষ বছর বয়সী ধুমকেতু

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১০ এপ্রিল, ২০২২

২০২১ এর জুলাইয়ে জ্যোতির্বিজ্ঞানীদের চোখে ধরা পড়েছিল একটি ধুমকেতু। যার নাম দেওয়া হয়েছিলো – ‘সি/২০২১-২৩’। এর আরও একটি নাম হলো প্যানস্টার্স ধুমকেতু। প্যানস্টার্স টেলিস্কোপেই প্রথম ধরা দিয়েছিল এই ধুমকেতু। তাই এরকম নামকরণ। এর আগে এই ধুমকেতুটি দেখা যায়নি, কেননা সূর্যই আড়াল করে ছিল এটিকে। গতবছর জুলাইয়ে যখন এই ধুমকেতুটি জ্যোতির্বিজ্ঞানীদের নজরে আসে তখন এটি বৃহস্পতি থেকে কিছুটা দূরে অবস্থান করছিল। সৌরমণ্ডলের চারপাশ ঘিরে রেখেছে গোলকের আকারে বরফের মহাসাম্রাজ্য। যার নাম ওরট ক্লাউড। ওরট ক্লাউড থেকে বেরিয়েই ধুমকেতুটি লক্ষ বছর আগে ঢুকেছিল সৌরমণ্ডলে। কিন্তু এই প্রথম পৃথিবীর কাছাকাছি আসছে এই মহাজাগতিক আগন্তুক। এবং শেষ বারের মতোও বটে। নাসা জানিয়েছে আগামী ৮ ই মে ধুমকেতুটি পৃথিবীর সবচেয়ে কাছে আসবে। ওদিন পৃথিবী থেকে ধুমকেতুটির দূরত্ব থাকবে ৮ কোটি ২০ লক্ষ কিলোমিটার। এবং ২১ শে মে ধুমকেতুটি চলে যাবে সূর্যের সবচেয়ে কাছে। সূর্যের জোরালো অভিকর্ষজ বলের টানে ধুমকেতুটির ধ্বংস হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি তা না হয় তাহলে সূর্যকে প্রদক্ষিন করে ধুমকেতুটি ফিরে যাবে ইন্টারস্টেলার স্পেসে।