পৃথিবীর তুলনায় মঙ্গলের শব্দ সম্পূর্ণ অন্যরকম

পৃথিবীর তুলনায় মঙ্গলের শব্দ সম্পূর্ণ অন্যরকম

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ১১ জুলাই, ২০২২

মঙ্গল গ্রহে পৃথিবীর মত শব্দ শোনা যায় না। গবেষকরা জানিয়েছেন মঙ্গল গ্রহে শব্দ এতটাই ক্ষীণ যে কথা বলাই কঠিন হয়ে যায়। একদম পাশে দাঁড়িয়ে কেউ কথা বললেও মনে হবে অনেক দূর থেকে একটা পাতলা আওয়াজ ভেসে আসছে। জোর্তিবিজ্ঞানীদের মতে, শুধু প্রবল ঠাণ্ডা এর একমাত্র কারণ নয়। কার্বন-ডাই অক্সাইডের অত্যন্ত পাতলা বায়ুমণ্ডলও শব্দ বহন করতে পারে না। মেক্সিকোর লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরির এক গ্রহ বিজ্ঞানীর করা এই গবেষণা থেকে নতুন তথ্য জানা গিয়েছে। সেই বিজ্ঞানীর নেতৃত্বে গবেষকের দল জানিয়েছে মঙ্গল গ্রহে খুব সামনে থেকেও কথা বলার জন্য মাইক্রোফোনের ব্যবহারের প্রয়োজন। গবেষকরা শব্দের গতিও মেপেছেন। উচ্চগ্রামে বলা কথা সেকেন্ডে ২৫০ মিটার ভ্রমণ করে। সেখানে নিম্নগ্রামের শব্দের গতিবেগ সেকেন্ডে ২৪০ মিটার। গবেষকরা জানিয়েছেন, এর ফলে মাত্র কয়েক মিটার পর্যন্ত শব্দ শোনা যেতে পারে।