পৃথিবীর মতো আরো ৫০০০ গ্রহের সন্ধান

পৃথিবীর মতো আরো ৫০০০ গ্রহের সন্ধান

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৬ মার্চ, ২০২২

মানুষ কী একা এই মহাশূন্যে? পৃথিবীর মতো আর কোনো গ্রহে নানা উপাদানের সমন্বয়ে প্রাণ সৃষ্টির মতো।ম্যাজিক ঘটেছে কী? এই জিজ্ঞাসা গুলো পুরাতন। জ্যোতির্বিজ্ঞানীরা মহাকাশ গবেষণায় নানা রহস্যভেদ করেছেন এপর্যন্ত। নানা গ্রহ গ্রহানু আবিষ্কৃত আজ। যদিও আমাদের সৌরজগতের বাইরে এখনো মেলেনি প্রাণের সন্ধান। তবে মার্কিন গবেষণা সংস্থা নাসা করেছে এক অসামান্য আবিষ্কার। নাসা এযাবৎ পৃথিবীর মতো অন্তত ৫০০০ টি মহাজাগতিক বস্তু( গ্রহ উপগ্রহ মিলিয়ে) আবিষ্কার করেছে। আর এর মধ্যে অতি সাম্প্রতিক কালের আবিষ্কার ৬৫ টি। এই ৬৫ টি সদ্য আবিস্কৃত গ্রহের ফলেই পৃথিবীর মতো মহাজাগতিক বস্তু বা আর্থ লাইক এলিমেন্টের সংখ্যা দাঁড়িয়েছে ৫০০০ এ। কেন আর্থ লাইক?
কারণ গবেষকদের অনুমান এগুলিতে থাকতে পারে জল, অনুজীব, গ্যাস এমনকি প্রাণও। আকারে প্রকারে অবশ্য এগুলি সব এক নয়। কোনোটা সুপার আর্থ( পৃথিবীর তুলনায় ঢের বড়), কোনোটা আবার মিনি নেপচুন( নেপচুনের চেয়ে ছোটো)। সম্প্রতি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের পাঠানো ছবিতে একটি সিঙ্গেল ফ্রেমে আমরা দেখেছি হাজার হাজার গ্যালাক্সি। ফলে অনুমান সত্যিও হয়ে পারে কোনোদিন। পৃথিবীর বাইরেও কোথাও হয়তো ঘটেছে প্রাণ সংঘটনের ম্যাজিক।