পৃথিবীর সহ্যের সব সীমা ইতিমধ্যেই ভেঙেছি আমরা

পৃথিবীর সহ্যের সব সীমা ইতিমধ্যেই ভেঙেছি আমরা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৬ জুন, ২০২৩

আমরা একসময় বিশ্বাস করতাম এই গ্রহ চিরকাল আমাদের বুকে করে আগলে রাখবে। প্রকৃতি হয়তো সর্বদাই এই পৃথিবী নামক ব্যবস্থাটাকে ঠিক রাখবে। কিন্তু আজ প্রমাণিত, এটাই যে ঘটবে এমন সম্ভাবনা অতি ক্ষীণ। দুনিয়াটা যত বড়ো, মানুষের কুকর্মের বহরটা আরও বড়ো।
আর্থ কমিশনের তরফ থেকে আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটা দল বিশদে জানাচ্ছেন। আটটা নিরাপদ সীমারেখা রয়েছে। আর তার উপর নির্ভর করে এই গ্রহের পাঁচটা মূল সিস্টেম। জলবায়ু পরিবর্তন, বায়োস্ফিয়ারের অবস্থা, স্বাদুজল, কৃষিতে ব্যবহৃত সারে খাদ্যগুণের ব্যবহার আর বায়ুদূষণ। এই প্রথম আর্থ কমিশনের গবেষণা থেকে দেখা যাচ্ছে এই সীমারেখা ভেঙেছে, আর প্রত্যেকটা উপাদানই মানুষের ক্ষতি করবে।
তবে এত বড়ো পৃথিবীর স্বাস্থ্য পরীক্ষা করার কাজটা সহজ নয়। প্রাকৃতিক আর সামাজিক বিজ্ঞানের নানা ক্ষেত্র থেকে ৫১ জন বিশ্ববরেণ্য গবেষক কাজটা হাতে নিয়েছিলেন। নিরাপদ আর সুরক্ষিত জীবজগতের জন্য যেসব মাপকাঠি ঠিক করা হয়েছিল, সেগুলো কিছু বছর আগেই পেরিয়ে এসেছি আমরা। একমাত্র আশার আলো রয়েছে এরোসল দূষণের মাত্রা কমানো গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =