পৃথিবী গলছে, মানবসভ্যতাও গলছে!

পৃথিবী গলছে, মানবসভ্যতাও গলছে!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৮ নভেম্বর, ২০২১

আলাস্কার ৪০ মাইল পশ্চিমে নুনালেক নামের একটি অঞ্চল রয়েছে। প্রত্নতাত্বিকদের কাছে স্বর্গের মত। মানবসভ্যতার প্রাচীনকালের প্রচুর ইতিহাস খুঁড়ে এর আগে বার করেছেন বহু প্রত্নতাত্বিক। রিক নেচ সেরকমই একজন অভিজ্ঞ প্রত্নতাত্বিক। ১২ বছর ধরে তিনি এবং তার দল ওই অঞ্চলে খননের কাজ করে যাচ্ছে। পেয়েওছেন তিনি। প্রাগৈতিহাসিক যুগের ইউপিক সভ্যতার মানুষের অস্তিত্ব। ইউপিক সভ্যতাকে বলা হত ট্রয়ের সমসাময়িক। মাটি খুঁড়তে খুঁড়তে রিকের সবচেয়ে বড় আবিষ্কার একটা বিশাল ঘাসের তৈরি পুড়ে যাওয়া বাড়ি আবিষ্কার করে ফেলা! বাড়িটির গায়ে অসংখ্য তিরের চিহ্ন। সেই সময় যুদ্ধ মানে তির ধনুকের যুদ্ধ। প্রায় ১০ হাজার বছর আগের সময়কার কথা। শুধু বাড়ি নয়, রিকের নেতৃত্বে থাকা গবেষকরা ওই ঘরে আরও অনেক কিছু পেয়েছে। ২৮ জন মানুষের ছড়িয়ে থাকা হাড়, কঙ্কাল। কুকুরের কঙ্কাল। মানুষের মধ্যে প্রায় সকলেই, গবেষকরা বলছেন মহিলা, বৃদ্ধ আর শিশু। সকলকেই মেরে ফেলা হয়েছিল, এ-ও বুঝতে পেরেছেন প্রত্নতাত্বিকরা।
কিন্তু এর চেয়েও এমন এক গুরুত্বপূর্ণ আবিষ্কার রিক এবং তার দল করেছে যা শুধু প্রত্নতাত্বিকদের কাছে নয়, মানবসভ্যতার কাছেও দূর্ভাগ্যজনক! মাটির ভেতর থাকা প্রচুর অবশিষ্টাংশ গলে যাচ্ছে! কারণ বিশ্ব উষ্ণায়নে পার্মাফ্রস্ট (মাটির ভেতর বহুবছর ধরে জমে থাকা যে বরফ) গলছে। রিক জানিয়েছেন, নুনালেকের অত পৃথিবীর উত্তরে প্রচুর অঞ্চল রয়েছে যা প্রত্নতাত্বিকদের কাছে স্বর্গের মত। মানবসভ্যতার প্রাচীন যুগের প্রচুর ইতিহাস এই অঞ্চলগুলোয় লুকিয়ে রয়েছে। যেমন ১৯৯১-এ আল্পসের ভেতর পাওয়া গিয়েছিল ৫৩০০ বছর আগের এক মমি। কিন্তু উষ্ণায়নের প্রভাবে তার অনেক অংশ নষ্ট হয়ে গিয়েছে। মানুষের ইতিহাস না একদিন মুছে যায় উষ্ণায়নের প্রভাবে!