প্রচুর হিমবাহ হারিয়েছে লাদাখ

প্রচুর হিমবাহ হারিয়েছে লাদাখ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৮ ফেব্রুয়ারী, ২০২২

হিমালয়ের ওপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব কতটা গুরুতর তার খবর সম্প্রতি সাধারণ মানুষ পাচ্ছেন। যেমন জানা গিয়েছে এভারেস্টে জমে থাকা দু’হাজার বছরের বরফ গলেছে মাত্র আড়াই দশকে। সেরকমই, আরও এক উদ্বেগজনক খবর জানা গেল। দ্রুত গলে যাচ্ছে কাশ্মীর ও লাদাখ অঞ্চলের হিমবাহগুলিও। গত তিন দশকে ৬.৭ শতাংশ ক্ষয় হয়েছে হিমালয়ের হিমবাহগুলির। সংশ্লিষ্ট হিমবাহগুলির পশ্চাদপসরণকে উত্তর ভারতের পার্বত্য অঞ্চলের সংকট বলে চিহ্নিত করছেন গবেষকরা।

হিমালয়ের হিমাদ্রি রেঞ্জে রয়েছে প্রায় ১২ হাজার হিমবাহ। শুধু লাদাখেই রয়েছে তিনশোর বেশি হিমবাহ। যার মধ্যে ১১২টি রয়েছে ভারতে। বাকি ৬০ শতাংশ হিমবাহের ভৌগোলিক অবস্থান চিনে। গত দু’দশক ধরে সীমান্তে দু’দেশই সামরিক সম্ভার বাড়িয়ে তুলছে। হিমবাহগুলির ওপরই পরীক্ষা হচ্ছে দু’দেশের পারমাণবিক অস্ত্রের। তারই প্রতিফলনে আরও উষ্ণতা বাড়ছে হিমবাহগুলির বলে ধারণা গবেষকদের। ২০২০-র এপ্রিলের পর হিমালয়ের হিমাদ্রি রেঞ্জে থাকা হিমবাহগুলির ওপর পরীক্ষা শুরু করেছিলেন ভারতীয় গবেষকরা। ১৯৯০ থেকে ২০১৯- এই তিন দশকের তথ্য ও বরফের নমুনা সংগ্রহ করেছিলেন বিজ্ঞানীরা। তাদের সমীক্ষা থেকে জানা গিয়েছে, কেন্দ্রশাসিত লাদাখের প্যাংগং অঞ্চলের হিমবাহগুলির আয়তন গড়ে ০.৪ বর্গ কিলোমিটার।