প্রিয় গন্ধ- বিজ্ঞানের চোখে

প্রিয় গন্ধ- বিজ্ঞানের চোখে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৩ এপ্রিল, ২০২২

কোন গন্ধ সবচেয়ে বেশি পছন্দ অধিকাংশ মানুষের? এমনিতে বাজারের বিজ্ঞাপনে হরেক কিসিমের সুগন্ধীর বিজ্ঞাপন। কিন্তু কী বলবে এব্যাপারে বিজ্ঞান?
বিজ্ঞানীরা জানাচ্ছেন তারা খুঁজে পেয়েছেন পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সুগন্ধি। গবেষণায় জানা যাচ্ছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় গন্ধের তালিকায় প্রথম হচ্ছে, ভ্যানিলার মৃদু বাতাস। এবং সবচেয়ে অপছন্দের গন্ধ হলো ঘামে ভেজা পা ও চিজের গন্ধ। সুইডেনের একটি বিজ্ঞান প্রতিষ্ঠানের স্নায়ুতত্ত্ব বিভাগের গবেষণায় উঠে এসেছে এই চমকপ্রদ তথ্য। গবেষকরা বলছেন, সংস্কৃতি ভেদে গন্ধ সম্পর্কে মানুষের চেতনা ভিন্ন ভিন্ন হলেও ব্যক্তিগত পছন্দই শেষ পর্যন্ত অধিকাংশত ঠিক করে দেয় কোন গন্ধ বেশি ভাল লাগবে। এদের গবেষণা বলছে কার কোন গন্ধ ভালো লাগবে তার মাত্র ৬ শতাংশ নির্ভর করে সংস্কৃতির ওপর। অপর দিকে ৫৪ শতাংশ ক্ষেত্রে প্রাধান্য পায় মানুষের ব্যক্তিগত পছন্দ।