প্লাস্টিকের রাস্তা ব্যাঙ্গালোরে

প্লাস্টিকের রাস্তা ব্যাঙ্গালোরে

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ২৮ জুলাই, ২০২২

ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে নানারকম পদ্ধতির কথা রয়েছে- যেমন একটি হলো বর্জ্যকে কেবল যথাযথ বা পরিবেশে ক্ষতি না করতে পারে এরকম ভাবে বর্জন করাই নয়, যাতে বর্জ্যকে পুনর্ব্যবহার‍্যোগ্য পদার্থে পরিবর্তন করা যায়। সম্ভবত এই প্রক্রিয়ার সাম্প্রতিক একটি উদাহরণ হিসেবে দেখতে পারি ব্যাঙ্গালুরুতে ৩০ হাজার কেজি প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি হওয়া রাস্থা। ব্যাঙ্গালুরুর আর এম জেড ইকোওয়ার্ল্ড এবং আউটার রিং রোডকে সংযুক্ত করতে পুনর্ব্যবহার‍্যোগ্য প্লাস্টিক ব্যাবহার করেছেন নির্মাণকারীরা। রাস্থা তৈরির এই পরিবেশবান্ধব পদ্ধতির নাম ‘গ্রিডম্যাটস’। সাধারণ কংক্রিটের রাস্থা তৈরির চেয়ে প্রায় ৩০% কম জল লেগেছে নির্মাণ কাজে। এছাড়াও ইস্পাতদ্রব্য দিয়ে রাস্থার শক্তিবৃদ্ধির প্রয়োজন হয় নি।
সংবাদমাধ্যম সূত্রে খবর নির্মাণকারী সংস্থার পক্ষে সৌরভ কুমার জানিয়েছেন, প্রথাগত পদ্ধতিতে কংক্রিটের রাস্থা তৈরি করতে গেলে অন্তর কার্বন ডাই অক্সাইড নির্গত হত প্রায় ৪৬.৫ টন। গ্রিডম্যাট পদ্ধতিতে সেখানে কার্বন নিঃসরণ হয়েছে মাত্র ১১.৯ টন।