প্লাস্টিক দিয়ে তৈরি হবে আধুনিক বাড়ি!

প্লাস্টিক দিয়ে তৈরি হবে আধুনিক বাড়ি!

Posted on ৩০ জানুয়ারী, ২০২২
Default Alt Text

বাড়ি তৈরি করার জন্য আর ইটের প্রয়োজন নেই! প্লস্টিক দিয়েই তৈরি করা যাবে আধুনিক বাড়ি! লস অ্যাঞ্জেলসের একটি স্টার্ট-আপ এরকম এক অভিনব উদ্যোগ নিয়েছে। এবং পরীক্ষামূলকভাবে এই উদ্যোগ সফলও হয়েছে। স্টার্ট-আপের তরফে জানানো হয়েছে, এই উদ্যোগ আসলে প্লাস্টিকের হাত থেকে পরিবেশ দূষণকে বাঁচানোরই এক চেষ্টা। ফেলে দেওয়া প্লাস্টিক, মানে প্লাস্টিকের বর্জ্য দিয়ে তৈরি করা হয়েছে নানাধরণের ব্লক। আর সেই ব্লকগুলো দিয়ে তৈরি করা যাচ্ছে বাড়ি-সহ আরও অনেক কিছু। পুনর্ব্যবহারের যোগ্য নয়, এরকম প্লাস্টিক দিয়েই তৈরি করা গিয়েছে বলে দাবি স্টার্ট-আপের কর্তাদের। বাড়ির নাম তারা দিয়েছেন ‘বাই-ব্লক’। একইসঙ্গে বাড়ি তৈরি করার পর দেওয়ালগুলির গায়ে সুর্যের তাপ প্রতিরোধক আস্তরণও দিয়ে দিচ্ছেন স্টার্ট-আপের কর্তা। কারণ প্লাস্টিকের দেওয়ালগুলি বেশিক্ষণ সুর্যের তাপ সহ্য করতে পারে না।