প্লুটো সরে যাচ্ছে আরো দূরে

প্লুটো সরে যাচ্ছে আরো দূরে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৬ অক্টোবর, ২০২১

আগেই বামন গ্রহের তকমা পেয়েছে প্লুটো। এবার প্লুটোর বায়ুমন্ডল বিলীন হয়ে যেতে বসেছে। এরসাথে সূর্য থেকেও নাকি ক্রমশ দূরে সরছে বামন গ্রহ। ফলে সূর্যালোকের প্রবেশ কমছে প্লুটোতে। পৃথিবী থেকে ৪৮০ কোটি কিলোমিটার দূরে অবস্থিত প্লুটোর বায়ুমন্ডল মূলত নাইট্রোজেন সমৃদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর একাধিক স্থান থেকে টেলিস্কোপ ব্যবহার করে প্লুটোকে পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা দেখেছেন প্লুটোর বায়ুমন্ডল অত্যন্ত পাতলা।
২০১৮ সাল থেকে সাউথ ওয়েস্ট রিসার্চ ইন্সটিটিউট এর বিজ্ঞানীরা প্লুটো নিয়ে গবেষণা শুরু করেছিলেন। গবেষকরা জানাচ্ছেন, সূর্য থেকে ক্রমে দূরে সরে যাওয়ার সাথে সাথে বায়ুমন্ডল প্লুটোর পৃষ্ঠদেশের কাছে নেমে আসছে এবং আরো শীতল হচ্ছে বামন গ্রহ। থার্মাল ইনারাশিয়া বা তাপীয় জড়তার জন্যে প্লুটোর বায়ুমন্ডলের চাপ ও ঘনত্বও ক্রমশ বাড়ছে।
বিজ্ঞানীদের ধারণা প্লুটোর নাইট্রোজেন আইস রিজার্ভার পৃষ্ঠদেশের তলার তাপমাত্রার প্রভাবেই উষ্ণ থাকত। কিন্তু সাউথ ওয়েস্ট রিসার্চ ইন্সটিটিউট এর স্টাফ সায়েন্টিস্ট লেসলি ইয়ং জানিয়েছেন নাইট্রোজেনের ভাণ্ডার ক্রমশ শীতল হয়ে আসছে।