প্লেনে চড়ায় পড়তে পারে উষ্ণায়নের কোপ

প্লেনে চড়ায় পড়তে পারে উষ্ণায়নের কোপ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৪ সেপ্টেম্বর, ২০২২

কম প্যাসেঞ্জার নিয়েই উড়তে হবে বিমানকে। বিশ্বউষ্ণায়নের ফলে এমনটা হতে পারে, উঠে এসেছে নতুন গবেষণায়। স্পষ্টভাবে বললে, আরও ব্যয়বহুল হয়ে উঠবে প্লেনে চড়া।

সারা পৃথিবী জুড়ে ১৯ টি ব্যস্ততম এয়ারপোর্টে ৫ ধরণের বাণিজ্যিক বিমানের উপর বাড়তে থাকা তাপমাত্রার প্রভাব খতিয়ে দেখেছেন গবেষকরা। তাঁদের মতে, দিনের বেলা তাপমাত্রা যখন বেশী থাকে, সেইসময়ের ১০ থেকে ৩০ শতাংশ ফ্লাইটের ক্ষেত্রেই ওজনের বিধিনিষেধ রাখতে হবে। গবেষণাপত্রটি ‘ক্লাইমেট চেঞ্জ’-এ বেরিয়েছে।

বাতাস গরম থাকলে বাতাসের আয়তন বেড়ে যায়। ফলে, বিমানের ডানায় প্রত্যাঘাতের ক্ষমতা কমতে থাকে ঐ গরম বাতাসের। বেশী ওজনের প্লেনের পক্ষে টেক অফ করা মুশকিল হয়ে পড়ে। কিছু কিছু ক্ষেত্রে, ১৬০ সিটের প্লেনের ওজন ৪ শতাংশ অবধি কমাতে হতে পারে। মোটামুটি, এক ডজন প্যাসেঞ্জারকে বাদ দিতে হবে, গবেষকদের হিসেব তাই’ই বলছে।