ফাঁপা মার্শমেলোর মতো নতুন এক গ্রহের আবিষ্কার

ফাঁপা মার্শমেলোর মতো নতুন এক গ্রহের আবিষ্কার

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ২৬ ফেব্রুয়ারী, ২০২৩

একটা লাল বামন নক্ষত্রের চারপাশে ঘুরছে মার্শমেলোর মতো ফাঁপা, কম ঘনত্বের একটা বড়ো গ্রহ। মহাকাশবিজ্ঞানীরা এই প্রথম এতখানি ফাঁপা ভসভসে একটা গ্রহ আবিষ্কার করলেন।
কিন্তু বিষয়টা তামাশার নয় মোটেই। এই আবিষ্কারের অর্থ, ছোট্ট কিন্তু প্রচণ্ড লাল বামন নক্ষত্রকে কেন্দ্র করে গ্যাসীয় আবরণে ঢাকা কোনও বড়ো গ্রহ ঘুরছে। এই রকমের লাল বামন নক্ষত্রই কিন্তু মহাকাশে সংখ্যায় বেশি।
কার্নেগি ইন্সটিটিউট ফর সায়েন্সের অন্তর্গত আর্থ অ্যান্ড প্ল্যানেটস ল্যাবরেটরির গবেষক শুভম কানোরিয়া বলছেন, রেড ডোয়ার্ফের চারপাশে গ্রহের জন্ম হওয়া এতদিন মনে করা হত খুবই দুর্লভ ঘটনা। কিন্তু, তেমনটা নয় হয়তো।
নতুন আবিষ্কৃত গ্রহের নাম দেওয়া হল TOI-3757b, অরিগা নক্ষত্রপুঞ্জের ভেতর অবস্থিত এটা। পৃথিবী থেকে দূরত্ব ৫৮০ আলোকবর্ষ। গবেষক কানোরিয়া বলছেন, এইরকম আরও গ্রহের হদিশ পাওয়া গেলে সামগ্রিকভাবে আরও ভালো বোঝা যাবে কীভাবে গ্রহের জন্ম হয়। ইয়ার্কি করে উনি বলছেন, নতুন গ্রহে হয়তো মিষ্টি কিছু মুখরোচক খাবারদাবার থাকবে।
গবেষণাপত্রটা বেরিয়েছে দ্য অ্যাস্ট্রোনমিক্যাল জার্নাল পত্রিকায়।