ফাটলের পর খারাপ স্মোক অ্যালার্ম!

ফাটলের পর খারাপ স্মোক অ্যালার্ম!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১২ সেপ্টেম্বর, ২০২১

মার্কিন যুক্তরাষ্ট্র আর রাশিয়ার নেতৃত্বে মহাকাশে থাকা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) গত কয়েকমাসে দুর্ঘটনার জন্য সংবাদমাধ্যমের শিরোনামে এল বেশি, রোমহর্ষক আবিষ্কারের জন্য নয়! প্রথমে ফাটল ধরে বিপাকে পড়েছিল আইএসএস। তারপর গত বৃহস্পতিবার স্টেশনের স্মোক অ্যালার্ম নষ্ট হয়ে গেল। বড় রকমের দুর্ঘটনা ঘটে যেতে পারত সেবার। স্টেশনের ভেতর সবসময় চারজন মহাকাশচারী থাকেন। সেদিনও ছিলেন। তাঁদেরই একজন প্লাস্টিক পোড়ার গন্ধ পান। ততক্ষণে ধোঁয়া বেরতে শুরু করে দিয়েছে! স্টেশনে রাশিয়ার অংশে ঘটনাটা ঘটেছিল। রুশ স্পেস এজেন্সি রসকমোসের তরফে জানানো হয়েছে, স্টেশনের ব্যাটারি রিচার্জ হচ্ছিল সেই সময়! মহাকাশচারীদের নিঃশ্বাসের কষ্টও শুরু হয়েছিল। দ্রুত ‘এয়ার ফিল্টার’ কার্যকরী করা হয় এবং হাওয়ার কোয়ালিটি আবার স্বাভাবিক অবস্থায় ফেরার পর মহাকাশচারীরা রাতের বিশ্রামে যেতে পেরেছিলেন। গতবছর অগস্ট থেকে আইএসএসে একাধিকবার নানা ধরণের গুরুত্বপূর্ণ দুর্ঘটনা ঘটেছে। ফাটল ধরা পড়ার আগে একবার আইএসএস প্রায় ৪৫ ডিগ্রি ঘুরে গিয়েছিল! অনেক পরিশ্রমে তাকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়। পৃথিবীর কক্ষে, তার চারপাশ দিয়ে ঘন্টায় ১৭ হাজার মাইল গতিতে এই মহাকাশ স্টেশন প্রদক্ষিণ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র চায় ২০৩০ পর্যন্ত অন্তত মহাকাশ স্টেশন পৃথিবীকে প্রদক্ষিণ করুক।