ফার্মাসিউটিক্যালের দূষণে বিপন্ন নদী

ফার্মাসিউটিক্যালের দূষণে বিপন্ন নদী

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৭ ফেব্রুয়ারী, ২০২২

লাওসের নাম খান। কেনিয়ার নাইরোবি। ইতালির তিউনিস। পৃথিবীর এই তিনটি নদীর মধ্যে সম্প্রতি মিল খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। তিনটি নয়, তাদের গবেষণা চলেছিল পৃথিবীর ২৫৮টি নদীকে নিয়ে। প্রত্যেকের মধ্যে একটাই সামঞ্জস্য। প্রত্যেকটি নদী প্রবলে দূষণে আক্রান্ত। এতটাই আক্রান্ত যে, দূষণে তাদের জলের আগের রং পর্যন্ত বদলে গিয়েছে! আর দূষণের অন্যতম কারণ প্লাস্টিক বর্জ্য নয়, ফার্মাসিউটিক্যালস। নদীগুলিতে দূষণের সৃষ্টি হয়েছে মূলত জ্বরের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, মৃগীরোগের ওষুধের সঙ্গে নিকোটিন আর ক্যাফেন ফেলে। এদের সঙ্গে সমান তালে নদীগুলিতে ফেলা হয়েছে মানুষের জন্মনিরোধক পিলও। পাকিস্তান, বলিভিয়া, ইথিওপিয়ার নদীগুলির অবস্থা সবচেয়ে খারাপ। তাদের পরেই স্থান আফ্রিকা, দক্ষিণ আফ্রিকার। এই গবেষণায় ভারতের নদীগুলিও দূষণের তালিকায় খুব পিছিয়ে নেই। এই পর্যবেক্ষণের পরই বিজ্ঞানীদের সতর্কবার্তা, অবিলম্বে নদীগুলিকে সংস্কার না করলে ভবিষ্যতে এই দূষণের প্রভাব কিন্তু মানুষের ওপরও ভীষণভাবে পড়বে।