ফের একটা রকেটের অংশ আছড়ে পড়তে চলেছে পৃথিবীর মাটিতে

ফের একটা রকেটের অংশ আছড়ে পড়তে চলেছে পৃথিবীর মাটিতে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩ নভেম্বর, ২০২২

২০২২ সালে এটা নিয়ে দ্বিতীয়বার। শেষ তিন বছরে পরিসরে মোট চারবার। বায়ুমণ্ডলে বিস্ফারিত হয়ে ভেঙে পৃথিবীরই উপরিতলে কোনও এক স্থানে আছড়ে পড়তে চলেছে চীনা রকেটের টুকরো।
মহাকাশে তিয়ানগং স্পেস স্টেশনের কাজ প্রায় শেষ করে এনেছে চীন। পরিকাঠামোর অন্তিম পর্যায়ে মেংতিয়ান মডিউল পৌঁছে দিতে সোমবার উৎক্ষেপণ করা হয়েছিল একটা নতুন রকেট। নাম – লং মার্চ ৫বি। কিন্তু মেংতিয়ান মডিউল পৌঁছে দেওয়ার পর রকেটের নিম্নাংশ বা কোর স্টেজ নিয়ন্ত্রণহীনভাবে ফিরে আসবে পৃথিবীতে। সেটা ৫ই নভেম্বরব সকালের দিকে হয়তো। ৩০ মিটার লম্বা আর ২২.৫ টন ওজনের ঐ রকেট কোর কোথায় আছড়ে পড়বে সেটা লক্ষ্যও রাখবেন পর্যবেক্ষকরা।
দ্য এরোস্পেস কর্পোরেশন এক বিবৃতিতে জানিয়েছে, রকেটের যে আকার তাতে সেটা গোটাটা বায়ুমণ্ডলে পুড়ে শেষ হবে কিনা তা নিয়ে সন্দেহ আছেই। বিপদ আরও বাড়িয়ে তুলেছে রকেটের অনিয়ন্ত্রিত গতিবিধি। সব মিলিয়ে আশঙ্কার কারণ একাধিক তাই সারা পৃথিবী জুড়েই সতর্কতামূলক ব্যবস্থা প্রয়োজন।
এর আগে শেষবার লং মার্চ ৫বি রকেট ফিরেছিল গত জুলাইয়ে। সৃষ্টি হয়েছিল একই রকম সমস্যার। সেবার ফিলিপিন্সের কাছেই সুলু সাগরে রকেটের বেশিটাই ভেঙে পড়েছিল। মালয়েশিয়াতে কিছু ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায় কিছুদিন পর।
এ বছরের শুরুর দিকে ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়ার গবেষকরা হিসেব করে দেখিয়েছিলেন দশটার মধ্যে একটা ক্ষেত্রে রকেট ভেঙে পড়ায় মানুষের মৃত্যুর সম্ভাবনা আছে। দক্ষিণ গোলার্ধের দেশগুলোতেই এই আশংকা আনুপাতিক ভাবে বেশি।