ফ্যারাও দ্বিতীয় রামেসিসের আমলের গুহা মিলল ইসরায়েলে

ফ্যারাও দ্বিতীয় রামেসিসের আমলের গুহা মিলল ইসরায়েলে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২১ সেপ্টেম্বর, ২০২২

ডজনের বেশি মৃৎপাত্র আর ব্রোঞ্জের শিল্পকর্ম। সেটাও মিশরের রাজা দ্বিতীয় রামেসিসের সময়কার। ইসরায়েলের প্রত্নবিদরা গত রবিবার খুঁজে পেলেন ঐতিহাসিক এক গুহা, তার ভেতরে কবর। একশো বছরে এমন আবিষ্কার একবারই হয়, এমনটাই বলছেন উচ্ছ্বসিত গবেষক দল।

পালমহিম জাতীয় উদ্যানে কাজ করার সময় একজন শ্রমিক মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎই গুহার ছাদের হদিশ পান। তারপর মনুষ্যনির্মিত বর্গাকার গুহার নিচে সিঁড়ি লাগিয়ে নামেন বিজ্ঞানীরা। ইসরায়েল অ্যান্টিকুইটি অথোরিটির তরফে সোমবার এক ভিডিও প্রকাশ করা হয়েছে। বিভিন্ন আকারের মাটির হাঁড়িকুঁড়ি, যার আনুমানিক সময়কাল খ্রিষ্টপূর্বাব্দ ১২১৩ সাল। কয়েকটা মাটির বাটিও মিলেছে। কোনটার রঙ লাল, আবার কয়েকটা বাটির ভেতর মানুষের হাড়। এছাড়াও নানান জাতের রান্না করার পাত্র, বয়াম, ল্যাম্প অথবা ব্রোঞ্জের তৈরি খুলিও দেখা যাবে গুহার অন্দরে।

জিনিসপত্তর রাখা হয়েছিল আজ থেকে ৩৩০০ বছর আগে। মানুষের মৃত্যু হলে হরেক রকম দ্রব্য মৃতদেহের সাথে কবরে সংরক্ষণ করার রেওয়াজ ছিল। গুহার এককোণে একটা অক্ষত কঙ্কালও আবিষ্কৃত হয়েছে।

ব্রোঞ্জ বিশারদ এলি ইয়ান্নাই বলছেন, ব্রোঞ্জ যুগের শেষদিকের সৎকারের একটা পরিষ্কার ছবি পাওয়া যাবে। যদিও সৌভাগ্যের ব্যাপার যে এতদিন এই গুহা আধুনিক মানুষের কুকর্ম থেকে রক্ষা পেয়ে এসেছে।