বনদফতরের ব্যর্থতাই দায়ী পুরুলিয়ার দাবানলে

বনদফতরের ব্যর্থতাই দায়ী পুরুলিয়ার দাবানলে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৩ এপ্রিল, ২০২২

এবছরের মার্চে পুরুলিয়ায় দাবানল হয়েছিল। পুড়ে ছাই জয়চণ্ডী পাহাড়, গড়পঞ্চকোট, বান্দোয়ান, অযোধ্যা পাহাড়ের জঙ্গল। এই জঙ্গলগুলোর মধ্যে অনেক জঙ্গলই সংরক্ষিত। কিন্তু সংরক্ষণ করার কথা যে বনদফতরের সেখানেই গলদ। স্থানীয় কয়েকজন পরিবেশবিদ, পশ্চিমবঙ্গ শবর খেড়িয়া কল্যাণ সমিতির সদস্যরা সম্প্রতি পরিদর্শনে গিয়েছিলেন এই অঞ্চলে। তাদের অভিজ্ঞতা, বনদফতরের নজরদারিতে চূড়ান্ত গাফিলতি এবং ঢুকে থাকা দূর্নীতিতেই পুরুলিয়ার এই দাবানল। যেখানে উদ্ভিদ প্রজাতি ও প্রাণীকূল বিনাশের সঙ্গে জীববৈচিত্র্যও ধ্বংস হচ্ছে। পরিবেশবিদদের আক্ষেপ, স্থানীয় মানুষ এটা বুঝতে পারছে না, এর প্রভাব মানুষের ওপরও পড়ছে। মহুয়া ফুল সংগ্রহের উদ্দেশে, গ্রামবাসীরা গাছের পাতা জ্বালিয়ে ফুল সংগ্রহ করছেন। সেই পাতার আগুন, ওই অঞ্চলের প্রবল দাবদাহের মধ্যে পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ছে। বনদফতরের কাছে সমস্ত খবরই আগে থেকে থাকে বলে অভিযোগ শবর কল্যাণ সমিতির সদস্যদের। তবু তারা নজরদারি বাড়ায় না। প্রকৃতি বাঁচাও ও আদিবাসী মঞ্চ থেকেও শুরু হয়েছে আন্দোলন। তাদের পর্যবেক্ষণ, এই দাবানল ইতিমধ্যে অযোধ্যা আর শুশুনিয়ার পাহাড়ের সমস্ত জঙ্গল শেষ করে দিয়েছে। তারা দাবানলকে নিয়ন্ত্রণে আনতে জঙ্গল পাহারা দেওয়া, এমনকী গাছ লাগানোর পরিকল্পনা করেছে।
মাওবাদীদের দিয়ে এরকম কোনও গঠনমূলক কাজ করানো যায় না!