বনোবোর স্মৃতিশক্তি

বনোবোর স্মৃতিশক্তি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩ সেপ্টেম্বর, ২০২৫

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, বনোবো নামের বানরজাতীয় প্রাণীর এমন স্মৃতিশক্তি আছে যা এতদিন কেবল মানুষের মধ্যেই সীমাবদ্ধ বলে মনে করা হতো। গবেষণার কেন্দ্রবিন্দুতে ছিল কানজি নামের এক বনোবো, যাকে বিভিন্ন লুকোচুরি পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়। পরীক্ষায় দেখা গেছে, সে পরিচিত মানুষদের অবস্থান মনে রাখতে পারে, এমনকি তারা চোখের আড়ালে থাকলেও।

গবেষক অধ্যাপক ক্রিস ক্রুপেনিয়ে জানান, মানুষের মতো বনোবোরও জটিল সামাজিক সম্পর্কর মোকাবিলায় বিশেষ দক্ষতা রয়েছে। বনোবোরাও দলবদ্ধ জীবনে টিকে থাকার জন্য মানুষের মতো একই ধরনের মানসিক দক্ষতা ব্যবহার করে। সঙ্গী সামনে না থাকলেও তারা তার উপস্থিতি ও অবস্থান মাথায় রাখে। এটা প্রমাণ করে যে, মানুষের সামাজিক বুদ্ধিমত্তার শিকড় আসলে প্রাচীনকাল থেকেই বিদ্যমান।

গবেষণায় প্রথমে দুই পরিচিত তত্ত্বাবধায়ককে তিনটি একরকম পর্দার আড়ালে লুকিয়ে রাখা হয়। এরপর কানজিকে ছবির মাধ্যমে জিজ্ঞেস করা হয়, কে কোথায় লুকিয়েছে। সে দ্রুত সঠিক উত্তর দেয়। পরে কেবল “হাই কানজি” বলে ডাকলেও সেই কণ্ঠস্বর শুনে কানজি ছবির সঙ্গে মেলাতে পেরেছে। অর্থাৎ সে বুঝেছে কোন কণ্ঠস্বর কোন মুখের সঙ্গে মেলে।

যদিও মাঝে মাঝে ভুল করেছে, তবুও এটা স্পষ্ট হয়েছে যে কানজি একাধিক মানুষের মুখ, কণ্ঠস্বর ও অবস্থান একসঙ্গে মনে রাখতে পারে। অর্থাৎ দর্শন ও শ্রবণ এই দুই ইন্দ্রিয়ের তথ্য একত্র করে তার স্মৃতি একটি পূর্ণাঙ্গ মানসিক মানচিত্র তৈরি করতে পারে।

এই ক্ষমতা বনোবোর দলবদ্ধ জীবন টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ। কারণ, তারা প্রতিদিনই ছোট ছোট দলে ভাগ হয়, আবার মিলে যায়। তাই কারা কোথায় আছে, কার স্বর কেমন শোনায় , এসব মনে রাখা তাদের টিকে থাকার হাতিয়ার।

গবেষকরা এখন জানতে চান —একসঙ্গে ঠিক কতজনকে বনোবো মনে রাখতে পারে? কতক্ষণ পর্যন্ত এই স্মৃতি টিকে থাকে? কণ্ঠস্বর পরিবর্তন বা রেকর্ড করা হলেও কি তারা চিনতে পারবে? এসব প্রশ্নের উত্তর পেলে মানুষ ও বনোবোর সামাজিক বুদ্ধিমত্তার সীমা আরও স্পষ্ট হবে।

 

 

 

সূত্র: Mental representation of the locations and identities of multiple hidden agents or objects by a bonobo Luz Carvajal and Christopher Krupenye.

Published: 20.8.2025 https://doi.org/10.1098/rspb.2025.0640

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + seven =