বন্যার ভয়ে বাতিল হওয়া শহরে বন্যা হল না!

বন্যার ভয়ে বাতিল হওয়া শহরে বন্যা হল না!

বিজ্ঞানভাষ সংবাদদাতা। ২৯ জুন
Posted on ২৯ জুন, ২০২২

শহরের নাম গ্রানাডিলা। স্পেনের উত্তর-পশ্চিমে। ১২০০ বছর আগের তৈরি এক শহর। মূল ভূখণ্ডেই তৈরি হওয়া একটি শহর। কিন্তু ধীরে ধীরে সমুদ্র এই শহরের চারপাশ গ্রাস করে নেওয়ায় আজ অস্তিত্বহীন একসময়ের স্পেনের অন্যতম প্রধান বাণিজ্যিক এই নগরী! পঞ্চাশের দশকের শেষের দিকে স্পেনে তৈরি হয়েছিল প্রকাণ্ড এক জলাধার। আজ যাদের নাম গ্যালেন ও গ্যাব্রিয়েল রিজার্ভার। জলাধার তৈরির সময়ে গ্রানাডিলায় ভয়ঙ্কর বন্যার সম্ভাবনা দেখা গিয়েছিল। সেই আশঙ্কায় সেই জলাধার তৈরির আগেই গ্রানাডিলা খালি করে দেওয়া হয়েছিল। প্রায় এক হাজারের বেশি পরিবারকে বাস্তুচ্যুত করে দেওয়া হয়েছিল। কোনও ক্ষতিপূরণও দেয়নি সেই তৎকালীন সরকার!
অথচ, জলাধার তৈরির পর ছ’টা দশক কেটে গিয়েছে। কোনওদিন বন্যা হয়নি গ্রানাডিলায়! পরিত্যক্ত হয়ে পড়ে আছে গ্রানাডিলা। চারপাশের জলরাশির মধ্যে। মূল ভূখণ্ড থেকে সে বিছিন্ন। ভূতের মত জনমানবহীন বাড়ি আর ঘন জঙ্গল তার সঙ্গী! সরকারের কাছে গ্রানাডিলা এখন পর্যটনের পণ্য! প্রত্যেক বছর কয়েক হাজার পর্যটক নৌকায় চেপে যান গ্রানাডিলা দেখতে!