বসন্ত জাগ্রত দ্বারে

বসন্ত জাগ্রত দ্বারে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৭ ফেব্রুয়ারী, ২০২২

ফাল্গুনের শুরুতেই কি রাজ্যে আসছে বসন্ত। আবহওয়ার গতি প্রকৃতি দেখে তেমনটাই। সরস্বতী পুজোর দিন যেমন কনকনে শীত ছিল, তেমনটা আর থাকবে না মঙ্গলবার থেকে পারদ ২-৪ ডিগ্রি বাড়বে বলে জানিয়েছে অলিপুর আবহাওয়া দফতর। এ বার শীতের শেষের দিকের একটি বড় অংশ জুড়ে প্রভাব ফেলেছে পশ্চিমী ঝঞ্ঝা। যার জেরে সমগ্র বাংলা জুড়ে বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও হয়েছে শিলাবৃষ্টিও। সমতলে বৃষ্টি যেমন হয়েছে তেমনি দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পঙের বিভিন্ন এলাকা ঢেকেছে তুষারপাতে। লাভা, রিশপের মতো পর্যটন কেন্দ্রেগুলিতে প্রায় ১০ বছর পর তুষারপাত হয়েছে।