জাপানি প্রযুক্তির সহায়তায় কাকঁসার গোপালপুরের বামুনাড়া গ্রামে বিলুপ্তপ্রায় গাছ বাঁচানোর প্রকল্প চালাচ্ছে রাজ্য বন দফতর। প্রকল্পের নাম ‘জাপান টু ইন্ডিয়া’। ২০১৪ থেকে এই প্রকল্প চলছে। মূল উদ্দেশ্য জীববৈচিত্র্যের সংরক্ষণ। আর্থিক অনুদান জাপান সরকারের। তাল, খেজুর, নারকেল সুপারির মত দেশীয় গাছের চারার সঙ্গে বিলুপ্ত হয়ে যাওয়া অর্জুন, কুচলা, মেহুল, শাল, আমলকি গাছও জঙ্গল থেকে সংগ্রহ করে তাদের চারা পোঁতা হয়েছে। বনদফতরের দুর্গাপুর রেঞ্জের ভেতরেই লোহার ব্র্যাকেট তৈরি করে শূন্যে তৈরি করা হচ্ছে গাছগুলির চারা। গাছের চারা বৃদ্ধির জন্য দেওয়া হচ্ছে পচনশীল জৈব সার। জীববৈচিত্র্য সংরক্ষণ ছাড়াও আরও একটি মহৎ উদ্দেশ্য রয়েছে বনদফতরের। স্থানীয় আদিবাসী এলাকায় মানুষরা যাতে এই প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর হতে পারে তার চেষ্টাও চলছে। সম্প্রতি জাপান থেকে এই প্রকল্পের সঙ্গে যুক্ত থাকা আধিকারিক ও জীববিজ্ঞানীরা বামুনাড়ায় এসেছিলেন। প্রকল্পের অগ্রগতি দেখে তাদের আশ্বাস, ২০২১-এ তাদের সঙ্গে রাজ্য বনদফতরের আর্থিক চুক্তি শেষ হয়ে যাওয়ার পরেও তারা আগামী বছর নতুন চুক্তি করবেন। আদিবাসী মহিলা ও পুরুষদের এই প্রকল্পে স্বনির্ভর হয়ে ওঠার জন্য জাপানি বিজ্ঞানীরা তাদের ট্রেনিংও দিয়ে যাবেন বলে আশ্বাস দিয়েছেন