বাগানে বিষবৃক্ষ, ভিতরে ঢুকলে বেঁচে ফেরা দায়

বাগানে বিষবৃক্ষ, ভিতরে ঢুকলে বেঁচে ফেরা দায়

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৪ আগষ্ট, ২০২২

বাগানের সামনে কালো রঙের লোহার দরজা। দরজার মাঝে ইংরেজি অক্ষরে লেখা ‘দিজ প্ল্যান্টস ক্যান কিল’। লেখার সঙ্গে কঙ্কালের মুখ, হাড়ের চিহ্ন দিয়ে ক্রস সাইন করে কাটা রয়েছে। সাধারণত, বিপজ্জনক জায়গা এড়িয়ে চলার চিহ্ন হিসাবে কঙ্কালের এই মুখ ব্যবহার করা হয়।

এই সতর্কবার্তা উপেক্ষা করে কেউ কালো দরজা পার করলেই শেষ। বাগানের সৌন্দর্যে মুগ্ধ হয়ে যখন মন ভরে ফুলের ঘ্রাণ নিতে যাবেন, তখনই সাক্ষাৎ মৃত্যু। গল্পের পাতায় নয়, বরং পৃথিবীর বুকেই রয়েছে এমন এক ‘বিষ বাগান’। ইংল্যান্ডের নর্থাম্বারল্যান্ড এলাকায় অ্যালনউইক গার্ডেনের কিছু অংশ জুড়ে তৈরি করা হয়েছে ‘পয়জন গার্ডেন’। সকলেই এই বাগানের ভিতরে যেতে পারে কিন্তু তার জন্য রয়েছে বিশেষ নিয়ম। হাতে গ্লাভস, মুখে মাস্ক এবং পরনে অ্যাপ্রন— এই পোশাকেই বাগানের ভিতর ঢোকার অনুমতি রয়েছে। খালি হাতে কোনও গাছের পাতায় হাত দিলে বা কোনও ফুলের গন্ধ শুঁকলে মানবদেহে তা ক্ষতিকর প্রভাব ফেলে।