বাণিজ্যিক মহাকাশযান প্রকল্প

বাণিজ্যিক মহাকাশযান প্রকল্প

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৩ সেপ্টেম্বর, ২০২১

ভার্জিন গ্যালাক্টিক একটি মার্কিন মহাকাশযান প্রস্তুতকারী সংস্থা। ২০০৪ সালে রিচার্ড বার্নসন ক্যালিফোর্নিয়ায় এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। বার্নসনের ইচ্ছে ছিল ২০১০-এর মধ্যে নিজস্ব মহাকাশযান বানানোর। যদিও ২০১৮ থেকে ভিএসএস ইউনিটি স্পেসশিপের সঙ্গে মিলিত হয়ে প্রথম নিজস্ব স্পেসফ্লাইট বা মহাকাশে ব্যবহৃত যান নির্মাণের কাজ শুরু করে।
ইটালিয়ান এয়ার ফোর্সের সহযোগিতায় গত শুক্রবার ভার্জিন গ্যালাক্টিকের প্রথম বাণিজ্যিক মহাকাশযান প্রকল্প উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির জন্যে সময়কাল পিছিয়ে অক্টোবরের মাঝামাঝি বদলে ফেলা হয়। এই মিশনের নাম দেওয়া হয়েছে ‘ইউনিটি ২৩’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 1 =