অভয়ারণ্যে বাঘ ফিরল কি না বা জঙ্গলে কোনও প্রজাতির প্রাণী লুকিয়ে আছে কি না তার জন্য এত বছর ধরে ট্র্যাপ ক্যামেরা লাগানোর ব্যবস্থা রয়েছে। তাতেই বন দফতর জানতে পারে জঙ্গলে বাঘ বা অন্য প্রাণীর অস্তিত্বের কথা। লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানীদের করা গবেষণা জানাচ্ছে এবার থেকে আর জঙ্গলে ক্যামেরা লুকিয়ে রাখতে হবে না প্রাণীদের সন্ধান পাওয়ার জন্য। জার্মানির কোপেনহাগেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানীরাও একই গবেষণা করেছেন। আন্তর্জাতিক বিজ্ঞান পত্রিকা কারেন্ট বায়োলজিতে প্রকাশিত গবেষণা থেকে জানা গিয়েছে বাতাসের গন্ধ শুঁকেই হদিশ পাওয়া যাবে কোথায় কোন প্রাণী রয়েছে। জঙ্গল, অভয়ারণ্যে বা চিড়িয়াখানার চারপাশের বাতাসে প্রাণীদের গন্ধ ঘুরে বেড়ায়। বিজ্ঞানীরা বলছেন প্রাণীদের ডিএনএ খুঁজে বার করেই জেনে নেওয়া সম্ভব কোন কোন প্রাণী ওই এলাকার কোথায় কোথায় রয়েছে। বিজ্ঞানীদের মতে জঙ্গল, গভীর হলে তার মধ্যে ট্র্যাপ ক্যামেরা লাগানো কঠিন আর তাতে লুকিয়ে থাকা প্রাণীর চলাফেরা ধরাও পড়ে না। বাতাসে থাকা সেই প্রাণীদের ডিএনএ খুঁজে সেই কাজটা নিখুঁতভাবে করা সম্ভব।