বাতাসে বিষের বোঝা বাড়াচ্ছেন ষাটোর্ধ্বরা!

বাতাসে বিষের বোঝা বাড়াচ্ছেন ষাটোর্ধ্বরা!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩১ মার্চ, ২০২২

ইউরোপীয় ইউনিয়নের অধীনে থাকা ২৭টি দেশ, ব্রিটেন, অষ্ট্রেলিয়া, জাপান ও নরওয়ের নাগরিকদের ওপর পর্যবেক্ষণ ও গবেষণা করে নরওইয়েজিয়ান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির পরিবেশবিজ্ঞানীদের একটি সাম্প্রতিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে নেচার ক্লাইমেট চেঞ্জে। যেখানে বলা হয়েছে বাতাসে কার্বন ডাই অক্সাইড বেশি মিশছে ষাটোর্ধ্বদের জন্য! মানে এদের জন্যই গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ বাড়ছে এবং বিশ্বের উষ্ণায়নও বাড়ছে। ২০০৫ থেকে ২০১৫- এই ১১ বছরে, গবেষকদের পর্যবেক্ষণে ষাটোর্ধ্বরা বিশ্ব গ্রিনহাউস গ্যাসের নির্গমন বাড়িয়েছেন মোট নির্গমনের আট শতাংশ। গবেষকদের পর্যবেক্ষণে ধরা পড়েছে দুই প্রজন্মের ষাটোর্ধ্ব। একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার, অন্যটি তারপরের এবং এখনকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ষাটোর্ধ্বরা অনেক বেশি সতর্ক ছিলেন কীহাবে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করবেন সেই বিষয়ে। কিন্তু এখনকার ষাটোর্ধ্বদের জীবনযাপন ভীষণ বিলাসবহুল। নানাধরণের বৈদ্যুতিন সরঞ্জাম ব্যবহারে তাদের যে পরিমাণ জ্বালানি-নির্ভর শক্তি খরচ করতে হয় তাতেই গ্রিনহাউস নির্গমনের পরিমাণ বাড়ে। পৃথিবীর উন্নত দেশগুলির ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য বলে দাবী গবেষকদের। সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের হিসেব আগামী ২০ বছরে উন্নত দেশগুলিতে ষাটোর্ধ্বদের সংখ্যা আরও বাড়বে, তাদের বিলাসবহুল জীবনযাপনও বাড়বে। বাড়বে বিশ্ব উষ্ণায়নও!