বার্ধক্য প্রতিরোধী প্রোটিন আবিষ্কার

বার্ধক্য প্রতিরোধী প্রোটিন আবিষ্কার

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১০ মার্চ, ২০২৫

জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এপিটুএওয়ান নামের একটি বিশেষ প্রোটিন খুঁজে পেয়েছেন,যা বার্ধক্যজনিত কোষের গঠনে খুব উপযোগী।এর পুরো নাম অ্যাডাপ্টর প্রোটিন কমপ্লেক্স ২, আলফা ১ সাবইউনিট। এটি কোষের ভেতরে বিভিন্ন প্রোটিনের পরিবহন ও সংকেত প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণত, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের কোষগুলোর কার্যক্ষমতা কমে যাওয়ায় ত্বকে বলিরেখা পড়ে ও শারীর দুর্বল হয়ে যায় । বাজারের রকমারী ক্রিম বা চিকিৎসা পদ্ধতি বলিরেখা কমিয়ে বা চোয়াল টান করে চেহারাকে তরুণ রাখার কথা বলে। কিন্তু বিজ্ঞানীরা এবার কোষের ভেতর থেকেই বার্ধক্য রোধের উপায় খুঁজছেন। এই গবেষণা সফল হলে ভবিষ্যতে বয়সজনিত পরিবর্তন কমিয়ে আনা সম্ভব হবে। বিজ্ঞানীদের আবিষ্কৃত এই প্রোটিন, কোষের তরুণ থেকে বৃদ্ধ হওয়ার প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে।বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে পুরনো ও কম সক্রিয় জরাগ্রস্ত বা senescent কোষ জমতে থাকে। এই কোষগুলো সাধারণত তরুণ কোষগুলোর তুলনায় বড় হয় এবং তাদের গঠনে পরিবর্তন আসে। বিশেষ করে, স্ট্রেস ফাইবার নামে পরিচিত কোষের কিছু অংশ পরিবর্তিত হয়, যা কোষের নড়াচড়া ও পরিবেশের সাথে যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ।তবে এই কোষগুলোর স্ট্রেস ফাইবার (কোষের কাঠামোগত উপাদান) তরুণ কোষের তুলনায় অনেক বেশি মোটা হয়। অর্থাৎ এই ফাইবারগুলোর মধ্যে থাকা কিছু প্রোটিন, কোষের বড় আকার ধরে রাখতে সাহায্য করে।গবেষণায় প্রমাণিত হয়েছে কোষ বৃদ্ধ হলে এপিটুএওয়ান প্রোটিনের পরিমাণ বেড়ে যায়।গবেষকরা এপিটুএওয়ান প্রোটিন পরীক্ষা করে জেনেছেন এটি বয়স্ক কোষে বেশি পরিমাণে পাওয়া যায়। এটি বিশেষ করে ফাইব্রোব্লাস্ট (যা ত্বকের গঠন ঠিক রাখে) ও এপিথেলিয়াল কোষে থাকে। যদি পুরোনো কোষ থেকে এপিটুএওয়ান সরানো হয় বা তরুণ কোষে এটি বেশি মাত্রায় যোগ করা হয়, তাহলে কোষ বৃদ্ধির প্রভাব পরিবর্তিত হয়। এই গবেষণা কোষের বার্ধক্য ও তার কার্যকারিতা বোঝার জন্য গুরুত্বপূর্ণ।গবেষণায় দেখা গেছে, পুরোনো কোষ থেকে এপিটুএওয়ান কমালে কোষ আবার তরুণের মতো কাজ করতে শুরু করে। আর যদি তরুণ কোষে এপিটুএওয়ান বেশি করা হয়, তাহলে কোষ দ্রুত বুড়িয়ে যায়।গবেষকরা দেখেছেন, এপিটুএওয়ান প্রোটিন প্রায়ই ইন্টিগ্রিন β1 নামের আরেকটি প্রোটিনের সঙ্গে কাজ করে। ইন্টিগ্রিন β1 কোষকে চারপাশের কোলাজেন ম্যাট্রিক্সের সঙ্গে শক্তভাবে যুক্ত রাখতে সাহায্য করে, যা কোষের জন্য একটি কাঠামোর মতো কাজ করে।এছাড়া, এপিটুএওয়ান ও ইন্টিগ্রিন β1 কোষের ভেতরের স্ট্রেস ফাইবার বরাবর নড়ে। ইন্টিগ্রিন β1 কোষকে শক্তভাবে আটকে রাখে, যা বয়সের কারণে কোষের পুরু বা উঁচু গঠন তৈরির কারণ হতে পারে।গবেষক চান্টাচোটিকুল বলেছেন, ” বৃদ্ধ কোষগুলো এপিটুএওয়ান ও ইন্টিগ্রিন β1-এর সাহায্যে বাইরের কাঠামোর সঙ্গে শক্তভাবে যুক্ত থাকে। এ কারণে তারা বড় আকার ধরে রাখতে পারে।”যেহেতু এপিটুএওয়ান বৃদ্ধ কোষের লক্ষণের সঙ্গে সরাসরি সম্পর্কিত, এটি কোষের বয়স বোঝার জন্য একটি চিহ্ন হতে পারে। এছাড়া, এই গবেষণা বয়সজনিত নানা রোগের নতুন চিকিৎসার সুযোগ তৈরি করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − two =