অঙ্গদ দরিয়ানি।মুম্বইয়ের বসিন্দা। বয়স মাত্র ২৩। পেশায় এক প্রযুক্তিবিদ। নিজের একটি সংস্থা আছে, প্রাণ। সম্প্রতি, বায়ুদূষণ প্রতিরোধে অঙ্গদরা তৈরি করেছেন একটি ফিল্টারহীন বায়ু পরিশোধক। অঙ্গদের প্রযুক্তি কাজ করবে বায়ো-বাবলের মত। গতবছর থেকে করোনা ভাইরাস মহামারীর দাপটের পর বহু অঞ্চলে, বিশেষত খেলার দুনিয়ার সৌজন্যে বায়ো-বাবলের প্রসঙ্গ উঠে এসেছে। মানে নির্দিষ্ট একটি অঞ্চলকে সংক্রমণমুক্ত করা হয় যেভাবে। অঙ্গদদের ফিল্টারহীন বায়ুশোধক এই বায়ো-বাবলের কাজটাই করবে। প্রযুক্তির ভাষায় যাকে বলা হছে ব্রিদিং বাবল। অঙ্গদদের তৈরি ফিল্টার বায়ু পরিশোধক একটি নির্দিষ্ট অঞ্চলে সেখানকার সমস্ত দূষিত গ্যাস এবং ধুলোকণা। মাত্র ১৪ বছর বয়সে স্কুলের পড়াশুনোয় ইতি টানেন অঙ্গদ। তারপর থেকে তার সব পড়াশুনো বাড়িতে! সেখান থেকেই চলে গিয়েছেন বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে। ম্যাসাচুসেটস, আমহার্স্ট, জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি বিখ্যাত প্রতিষ্ঠানগুলো থেকে প্রযুক্তিবিদ্যার ডিগ্রি নিয়ে দেশে ফেরার পর সম্প্রতি বায়ুশোধক তৈরি করার ভাবনার শুরু। অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরে অঙ্গদ নিজেই হাঁপানির কঠিন অসুখে আক্রান্ত হওয়ার পর অঙ্গদের বায়ুশোধক তৈরি করার কাজ দ্রুত শুরু হয়েছিল।