করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়ান্টকে সামলাতে ব্যস্ত পৃথিবী। তার মধ্যেই অষ্ট্রেলিয়ায় পাওয়া গেল নতুন এক ভাইরাস, বিএ-২। পর্যবেক্ষকরা জানিয়েছেন, শুধু অষ্ট্রেলিয়া নয়, আরও ৫০টি দেশে এই নতুন ভ্যারিয়ান্টে আক্রান্ত হয়েছে মানুষ। এই ভ্যারিয়ান্টকে বিজ্ঞানীরা বলছেন ওমিক্রনের বোন! এখনও পর্যন্ত তাদের গবেষণায় জানা গিয়েছে বিএ-২ ভ্যারিয়ান্ট প্রথম দেখা গিয়েছিল ফিলিপিনসে। তারপর এই ভাইরাস অষ্ট্রেলিয়া সহ আমেরিকা, ইংল্যান্ড ও আরও অনেক দেশে ছড়িয়ে পড়েছে। কিন্তু এই ভ্যারিয়ান্টের উৎস এখনও পর্যন্ত জানতে পারেননি বিজ্ঞানীরা। কিন্তু বিএ-২ ভ্যারিয়ান্টকে ওমিক্রনের বোন বলছেন কেন গবেষকরা? কারণ, ওমিক্রনের এই ভ্যারিয়ান্টে আক্রান্ত মানুষের অনেক মিল। ডেনমার্কের একদল বিজ্ঞানীরা এই ভ্যারিয়ান্টের উৎসের খোঁজ করছেন। তারা এখনও পর্যন্ত বিএ-২ ভ্যারিয়ান্টের সঙ্গে ওমিক্রনের একটাই অমিল খুঁজে পেয়েছেন। বলছেন বিএ-২ ভ্যারিয়ান্ট ওমিক্রনের চেয়ে বেশি সংক্রামক!