বিতর্কে চাঁদ

বিতর্কে চাঁদ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১১ অক্টোবর, ২০২১

১৯৭২ সালের অ্যাপেলো মিশন প্রথম চাঁদের ইতিহাস তুলে ধরেছিল পৃথিবীর কাছে৷ চাঁদের পৃষ্ঠদেশের বয়স কত ইত্যাদি ইত্যাদি। সম্প্রতি সায়েন্স পত্রিকায় প্রকাশিত জার্নাল থেকে জানা যাচ্ছে অ্যাপেলো মিশন আগ্নেয় পাথরের বয়সের যে অনুমান দিয়েছিল তার থেকে একেবারে উল্টোরকম তথ্য পাওয়া যাচ্ছে চীনের ২০২০ সালের একটি চন্দ্র মিশনে। ২০২০ র ২৩ নভেম্বর থেকে ১৬ ই ডিসেম্বর পর্যন্ত চীন চ্যাঙ -৫ মিশন চালায় চাঁদে। চ্যাঙ ৫ চন্দ্র পৃষ্ঠ থেকে ১কেজি ৭৩১ গ্রাম ভূতাত্ত্বিক বস্তু সংগ্রহ করে। কঠিন লাভার সমতলভূমি থেকে এই বস্তু সংগ্রহ করেন চ্যাঙ-৫।
নতুন সংগৃহীত বস্তু পরীক্ষা করে বিজ্ঞানীরা দেখেছেন, এই কঠিন লাভা বা চান্দ্রবস্তুর বয়স ১০০ কোটি বছরের বেশি নয়। কিন্তু ১৯৭২ সালের অ্যাপেলো মিশন প্রাপ্ত লাভার বয়স ছিল ৩০০ কোটি বছর। প্রায় ২০০ কোটি বছরের ব্যবধান। অথচ চ্যাঙ-৫ মিশন থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণে সায়েন্স পত্রিকার ঐ প্রবন্ধে বলা হয়েছে ২০০ কোটি বছরের আগে চাঁদে কোনো আগ্নেয় অগ্নুৎপাতই হয় নি। নতুন এই মিশন টলিয়ে দিয়েছে এতদিনের চাঁদের ইতিহাস সম্পর্কে বিজ্ঞান মহলের জানাবোঝাকেই। হয়তো আবার নতুন করে রচিত হবে চাঁদের ইতিহাস।