গত এক শতাব্দীতে পৃথিবীর থেকে বাঘের সংখ্যা কমে গিয়েছে ৯০ শতাংশ। পরিবেশের ওপর মানুষের অত্যাচারই এর কারণ। কিন্তু সাম্প্রতিক এক গবেষণা জানাচ্ছে বাঘের মত জাগুয়ারও কমছে! কমছে না, ক্রমশ বিলুপ্ত হয়ে যাওয়ার পথে এই প্রাণীটি। গত পাঁচ দশকে পৃথিবী থেকে জাগুয়ারের সংখ্যা অর্ধেক হয়ে এসেছে। কমিউনিকেশনস বায়োলজি পত্রিকায় সম্প্রতি প্রকাশিত এই সংক্রান্ত এক গবেষণায় বিজ্ঞানীরা দেখিয়েছেন, জাগুয়ারের ক্রমশ হারিয়ে যাওয়ার পেছনে রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে তৈরি হওয়া জলবিদ্যুৎ কেন্দ্র। শুধু জাগুয়ার নয়, আরও অনেক প্রাণীই যারা ঘন জঙ্গলের বাসিন্দা তারাও সংখ্যায় কমে যাছে। বিজ্ঞানীরা এর মধ্যে বাঘকেও তালিকাভূক্ত করেছেন।
বিজ্ঞানীদের পর্যবেক্ষণ, বিশ্বের অনেক দেশই বহুবছর ধরে জীবাশ্ম জ্বালানির ঘাটতি মেটাতে জলবিদ্যুতের ব্যবহার করছে। উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে তো অনেকবছর ধরেই শুরু হয়েছে জলবিদ্যুতের ব্যাবহার। তার জন্য তৈরি হচ্ছে একাধিক বাঁধ আর জলাধার। সেগুলো হচ্ছে অরণ্য ধ্বংস করে। যে কারণে জাগুয়ারের মত প্রাণীরা ক্রমশ হারিয়ে যাচ্ছে। আমেরিকার একাধিক বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা দাবি করেছেন, জঙ্গল ধ্বংস করে জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি না করলে বাঘের সংখ্যা আরও ২০ শতাংশ বাড়ত। জাগুয়ারের সংখ্যাও বৃদ্ধি পেত। বিজ্ঞানীদের আরও দাবি আগামী ১০ বছরে পৃথিবীতে মোট যে এক হাজার জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার কথা জানা গিয়েছে তার মধ্যে ব্রাজিল, আর্জেন্টিনার মত দেশে প্রস্তাবিত জলবিদ্যুৎ প্রকল্পের সংখ্যা বেশি আর এই দেশগুলোতেই জাগুয়ারের বাস বেশি ছিল!