বিলুপ্ত হয়ে যাবে কফি চাষ!

বিলুপ্ত হয়ে যাবে কফি চাষ!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১ ফেব্রুয়ারী, ২০২২

বিশ্ব উষ্ণায়নের জন্য যেভাবে বিশ্ব জুড়ে আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন হচ্ছে তাতে ব্যপকভাবে আক্রান্ত হচ্ছে শষ্যের চাষ। সাম্প্রতিক এক গবেষণা থেকে উঠে এল আরও এক তথ্য। বিশ্ব উষ্ণায়ন যেভাবে বাড়ছে তাতে আগামীদিনে পৃথিবী থেকে উঠে যাবে কফি, আভাকাডোর চাষ! আন্তর্জাতিক বিজ্ঞান পত্রিকা পিএলওস ওয়ান-এ প্রকাশিত এই গবেষণা জানিয়েছে, নিয়মিত আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তনের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার ক্ষমতা সব শষ্যের থাকে না। গবেষকরা দেখিয়েছেন, জলবায়ুর এই ভারসাম্যহীন পরিবর্তনের জন্য ২০৫০-এর মধ্যে ব্রাজিল, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম এবং কলম্বিয়ায় কফি চাষ ৫০ শতাংশ কমে যাবে। জুরিখের অ্যাপ্লায়েড সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল রিসোর্স সায়েন্স বিভাগের বিজ্ঞানীরা এই গবেষণা করেছেন। তারা জানিয়েছেন, পৃথিবী জুড়ে মূলত অতিমারী আর খরার প্রকোপ বেড়েছে এবং এটা শুরু হলে দীর্ঘদিন ধরে চলে। তারই প্রভাবে একদিন বিলুপ্ত হয়ে যেতে পারে কফি চাষ।