বিশালাকার কৃষ্ণগহ্বরের খোঁজ মিলল, খুব দূরে নয়

বিশালাকার কৃষ্ণগহ্বরের খোঁজ মিলল, খুব দূরে নয়

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২২ অক্টোবর, ২০২২

সূর্যের চাইতে ওজনে ১২গুন বেশি। পৃথিবী থেকে ‘মাত্র’ ১৫৫০ আলোকবর্ষ দূরে দানবীয় আকারের একটা ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বরের খোঁজ পেয়েছেন গবেষকরা। অনুসন্ধানী গবেষক দলকে নেতৃত্ব দিচ্ছেন এক বাঙালি মহিলা বিজ্ঞানী, নাম ডঃ সুকন্যা চক্রবর্তী।
ব্ল্যাকহোল এই মহাবিশ্বের সবচেয়ে আজব পদার্থ বললেও বাড়িয়ে বলা হয় না। যার আয়তন কম, কিন্তু ভরের নিরিখে ব্রহ্মাণ্ডের সর্বাপেক্ষা ওজনদার বস্তু। ফলে মহাকর্ষ বলের সাপেক্ষেও ঐরাবত বলা চলে কৃষ্ণগহ্বরকে। নক্ষত্রের জীবনচক্র সমাপ্ত হলে তাদের বাইরের আস্তরণটা বিস্ফোরণে ছিটকে পড়ে, সেখান থেকেই ব্ল্যাকহোলের জন্ম।
গাইয়া ডেটা রিলিজ-৩ খতিয়ে দেখে ইউনিভার্সিটি অফ অ্যালাব্যামা হান্টসভিলের একদল গবেষক সৌরজগতের ঠিক পেছনেই (যাকে শখে কসমিক ব্যাকইয়ার্ড বলে) নতুন ঐ কৃষ্ণগহ্বরের সন্ধান পেয়েছেন। এতটা ভারী, সাথে দূরত্বেও যেহেতু অন্য ব্ল্যাকহোলের তুলনায় পৃথিবীর অনেকটাই কাছে আছে তাই নতুন এই কৃষ্ণগহ্বর নিয়ে মহাকাশবিজ্ঞানীদের উৎসাহের সীমা নেই। গবেষণার অনন্য কিছু সুযোগ অবশ্যই সৃষ্টি হবে।