বিশেষ জলের বোতলের দাম সাড়ে চার হাজার টাকা!

বিশেষ জলের বোতলের দাম সাড়ে চার হাজার টাকা!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৭ মে, ২০২২

নিখাদ জলের বোতল। তার দাম ৫৯.৯৫ ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৪,৬০০ টাকার কাছাকাছি! সম্প্রতি এরকম এক বোতল বাজারে নিয়ে এল অ্যাপল। কিন্তু এই বোতল সাধারণ জলের বোতল নয়। মানুষের শরীরে জলের প্রয়োজনীয়তার কথাও এই বোতল একইসঙ্গে জানিয়ে দেবে বোতল ব্যবহারকারীকে। বোতলের নাম হাইড্রেট স্পার্ক। এর বিশেষত্ব হল, প্রত্যেকদিন আপনি কত লিটার জলপান করছেন সেটা এই বোতল ওপর নজর রাখবে। একইসঙ্গে আপনার মোবাইলের ব্লু-টুথ সংযোগের মাধ্যমে এই বোতল অ্যাপল হেলথের সঙ্গেও যোগাযোগ করিয়ে দেবে। যার মাধ্যমে ব্যাবহারকারী জানতে পারবেন প্রত্যেকদিন তার কতটা জল খাওয়া উচিত। এর আগে বিখ্যাত এই মার্কিন সংস্থাটি ভারতীয় মুদ্রায় ১,৯০০ টাকা মূল্যের পলিশিং কাপড় উৎপাদন করা শুরু করেছিল। আর এবারে এই বিশেষ জলের বোতল। আসলে এই জলের বোতলের নিচের ভাগে একটি LED সেন্সর রাখা হয়েছে যার সহায়তায় ব্যাবহারকারী জানতে পারছেন কতটা জল সারাদিনে খাওয়া উচিত। আর তিনি সারাদিনে কতটা জল খাচ্ছেন। আইফোনের মত এই জলের বোতলেরও দুটি সংস্করণ পাওয়া যাচ্ছে। হাইড্রেট স্পার্ক প্রো এবং হাইড্রেট স্পার্ক প্রো স্টিল। দ্বিতীয় সংস্করণটির আম আরও বেশি, ৭৯.৯৫ ডলার। তফাৎ শুধু বোতলের রঙের।