বিশেষ ধরণের রাস্তা তৈরি হচ্ছে কুইন্সল্যান্ডে

বিশেষ ধরণের রাস্তা তৈরি হচ্ছে কুইন্সল্যান্ডে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৫ ফেব্রুয়ারী, ২০২২

২০১০-১১-য় বিধ্বংসী বন্যায় ভেসে গিয়েছিল কুইন্সল্যান্ড। মারা গিয়েছিলেন ৩৩ জন মানুষ। অপরিসীম ক্ষয়ক্ষতি হয়েছিল। কুইন্সল্যান্ডের ১৯ হাজার কিলোমিটার রাস্তা সম্পূর্ণ ভেঙে গিয়েছিল। বন্ধ হয়ে গিয়েছিল কুইন্সল্যান্ডের পরিবহণ ব্যবস্থা। তারপর থেকেই দেশের পরিবহণ বিভাগের ইঞ্জিনিয়াররা গবেষণা করে তৈরি করছেন বিশেষ ধরণের রাস্তা। যে রাস্তা প্রবল বন্যা বা ঘূর্ণিঝড়েও ভাঙবে না। প্রয়োগ করেছেন এক বিশেষ ধরণের প্রক্রিয়া। যার নাম বিটুমেন স্টেবিলাইজেশন। উত্তপ্ত বিটুমেনের মধ্যে একটু হাওয়া আর ঠাণ্ডা জল দিয়ে মিশ্রণ করাই ওই বিশেষ প্রক্রিয়া। ইঞ্জিনিয়াররা বলছেন ফোমড বিটুমেনের তৈরি রাস্তা। আর এই প্রক্রিয়ায় পরীক্ষামূলকভাবে রাস্তা তৈরি করে দেখেছেন ইঞ্জিনিয়াররা যে, বন্যার জলেও রাস্তা ভাঙছে না। এমনকী রাস্তা তৈরির খরচও আগের থেকে কমে গিয়েছে বলে জানিয়েছেন ইঞ্জিনিয়াররা। অস্ট্রেলিয়ায় সমস্ত রাজ্য মিলিয়ে সবচেয়ে বেশি কিলোমিটার রাস্তা কুইন্সল্যান্ডে, ৩৩ হাজার ৩০০ কিলোমিটার। তার মধ্যে এখনও পর্যন্ত এক হাজার কিলোমিটার রাস্তা ইঞ্জিনিয়াররা তৈরি করেছেন ফোমড বিটুমেন দিয়ে। এর সঙ্গে ভবিষ্যতে সৌর-প্রতিরোধক রং-ও ব্যবহার করার পরিকল্পনা রয়েছে ইঞ্জিনিয়ারদের। জাপানে এই পদ্ধতিতে রাস্তা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন কুইন্সল্যান্ডের ইঞ্জিনিয়াররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − four =