বিশ্বের ক্ষুদ্রকায় অ্যান্টেনা

বিশ্বের ক্ষুদ্রকায় অ্যান্টেনা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৭ জানুয়ারী, ২০২২

বিশ্বের সবথেকে ছোট অ্যান্টেনা (World’s Smallest Antenna) বানিয়ে ফেললেন মন্ট্রিল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। মানুষের ডিএনএ (Human DNA) ব্য়বহার করে তৈরি হয়েছে সেই অ্যান্টেনা। গবেষকরা দাবি করেছেন, মানব শরীরের জেনেটিক মেটিরিয়ালের বিল্ডিং ব্লক দিয়ে অ্যান্টেনাটি প্রস্তুত করা হয়েছে। এই অ্যান্টেনা ঠিক কতটা ছোট? গবেষকরা জানিয়েছেন, এটি মানুষের চুলের থেকেও ২০,০০০ গুণ ছোট। সহজে ব্যবহারযোগ্য এই অ্যান্টেনাকে গবেষকরা বলছেন ন্যানোঅ্যান্টেনা (Nanoantenna)। তাঁদের দাবি, বিজ্ঞানীদের নতুন ওষুধ সনাক্ত করতে এবং প্রাকৃতিক ও মানব-পরিকল্পিত ন্যানো প্রযুক্তিগুলিকে আরও ভাল ভাবে বুঝতে সাহায্য করবে এই ন্যানোঅ্যান্টেনা। ছোট্ট এই ডিভাইস ফিট করা হয়েছে কিছু ফ্লুরোসেন্ট অণুর সঙ্গে। মূলত প্রোটিনের গতি নিরীক্ষণের জন্যই এটি ডিজাইন করা হয়েছে বলে আরও জানালেন বিজ্ঞানীরা। মন্ট্রিল বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে এই ন্যানোঅ্যান্টেনার গবেষণা সম্পর্কে যাবতীয় তথ্য জানানো হয়েছে।