বুদবুদ কতটা ‘কুল’?

বুদবুদ কতটা ‘কুল’?

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ১৬ এপ্রিল, ২০২৩

সাবান-গোলা জল নিয়ে ফুরফুরি দিয়ে বুদবুদ ছাড়া – মেলায়, খেলায় অনেকেরই ছোটবেলার এক বৈজ্ঞানিক কিন্তু মজার অভিজ্ঞতা বলা চলে। কিন্তু একটু থমকে গিয়ে যদি বাবেল বা বুদবুদ নিয়ে চিন্তা করা যায় তাহলে সহজেই দেখতে পাওয়া যাবে প্রায় সর্বত্রই এটার ঘোরাফেরা। বাসন মাজার সময়, বিয়ারের গ্লাসে, সমুদ্রের ঢেউয়ে কিংবা মাড়িতে লেগে থাকা লালায়।
ফ্রান্সের প্যারিস-সেকলে বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বুদবুদের চারপাশে তৈরি হওয়া ফিল্ম (পাতলা আস্তরণ) নিয়ে নতুন এক আবিষ্কারের কথা শোনাচ্ছেন। এই ফিল্মের তাপমাত্রা নাকি পরিবেশের তুলনায় কোনও কোনও সময় ৮ ডিগ্রি সেলসিয়াস ঠাণ্ডা হতে পারে! বুদবুদ নিয়ে আগেকার গবেষণায় দেখা গিয়েছিল উষ্ণতা বদলে গেলে ঐ তরল ফিল্মের স্থায়িত্ব টলে যেতে পারে।
সংশ্লিষ্ট বিজ্ঞানীরা তাঁদের গবেষণাপত্রে লিখেছেন, সাধারণত বাষ্পীভবন নিয়েই এই পরীক্ষাগুলো করা হয়। কিন্তু ঠাণ্ডার জন্যে বাষ্পীভবনের উল্লেখ বৈজ্ঞানিক লেখাপত্রে এর আগে মোটেই নেই। তাই সাবানের বুদবুদ আর ফিল্মের ক্ষেত্রে এটা একেবারেই নতুন আবিষ্কার।
ফিজিক্যাল রিভিউ লেটারস পত্রিকায় প্রকাশিত হয়েছে এই গবেষণার খবর।