বৃহত্তম ছায়াপথের হদিশ

বৃহত্তম ছায়াপথের হদিশ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৪ ফেব্রুয়ারী, ২০২২

আকাশগঙ্গা ছায়াপথের চেয়ে প্রায় ২৪০ বিলিয়ন গুন বড় ছায়াপথের সন্ধান মিলল এবার। ছায়াপথের নাম দেওয়া হয়েছে অ্যালসিওনিয়াস। নাসার ওয়াইড-ফিল্ড ইনফ্রারেড সার্ভে এক্সপ্লোরার স্যাটেলাইট অবজারভেটরি এবং ইউরোপের ‘লো ফ্রিকোয়েন্সী অ্যারে’-র তথ্য ব্যবহার করে ‘অ্যালসিওনিয়াস’ গ্যালাক্সিটি আবিষ্কৃত হয়েছে। এখনো পর্যন্ত আবিষ্কৃত ব্রম্ভাণ্ডের সবচেয়ে বড় ছায়াপথ এটি। পৃথিবী থেকে ৩ বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত এই ছায়াপথ বা গ্যালাস্কিটি।
এই আবিষ্কারের ফলে বিশালাকার রেডিও গ্যালাক্সির সম্পর্কে আরোও অনেক নতুন তথ্য সামনে সামনে আসবে বিজ্ঞানের। তার পাশাপাশি মহাকাশে ভেসে থাকা আন্তঃগ্যালাক্টিক মাধ্যম সম্পর্কেও নতুন দিশা হাজির হতে পারে বলেও ধারণা বিজ্ঞানীমহলের।