বৃহস্পতির ঝড়

বৃহস্পতির ঝড়

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৪ ফেব্রুয়ারী, ২০২২

নাসার জুনো মিশন  চালু রয়েছে মহাকাশের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতিতে । মার্কিন স্পেস এজেন্সি সম্প্রতি সেখানে ‘পেপেরোনি’ ঝড় দেখতে পেয়েছেন। সেই ছবিও প্রকাশ্যে এসেছে। নামের মতোই এই ছবি দেখতেও একদম পিৎজার মতো। কিন্তু ঝড়ের সঙ্গে পিৎজার মিল কোথায়। আসলে নাসার প্রকাশ করা ছবি দেখলেই সেটা বোঝা যাবে। দর্শকদের কাছে একদম স্পষ্ট হয়ে যাবে কেন বৃহস্পতি গ্রহের উত্তর মেরুতে ওঠা এই ঝড়কে ‘পেপেরোনি স্টর্ম’ অ্যাখ্যা দেওয়া হয়েছে। নাসা তাদের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে বৃহস্পতি গ্রহের উত্তর মেরুর এই ঝড়ের একটা ছোট্ট ভিডিয়ো শেয়ার করেছেন। আর সেটা একঝলক দেখে সত্যিই মনে হবে কেউ যেন এক টুকরো পেপেরোনি পিৎজা সাজিয়ে দিয়েছে। মজা করে নাসার বিজ্ঞানীরা বলেছেন, পিৎজার উপর টপিংস দেওয়া হয় একথা সকলেরই জানা। তবে এ যেন বৃহস্পতি গ্রহের উপর কেউ পিৎজার টপিং দিয়েছে।