ব্রক্ষ্মাণ্ডের সবচেয়ে বড় ছায়াপথ

ব্রক্ষ্মাণ্ডের সবচেয়ে বড় ছায়াপথ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২০ ফেব্রুয়ারী, ২০২২

সম্প্রতি এমন এক ছায়াপথের সন্ধান পেয়েছেন জ্যোর্তিবিজ্ঞানীরা যাকে বলা হচ্ছে ব্রক্ষ্মাণ্ডের সবচেয়ে বড় ছায়াপথ। জ্যোর্তিবিজ্ঞানীদের মতে মহাকাশে তাদের দেখা এত বড় কোনও ব্রক্ষ্মাণ্ডের সন্ধান সাম্প্রতিককালে পাওয়া যায়নি। অ্যালকাইনিয়াস নামের এই ছায়াপথটি রয়েছে পৃথিবী থেকে ৩ বিলিয়ন আলোকবর্ষ দূরে। সম্প্রতি ইউরোপের লো ফ্রিকুয়েন্সি অ্যারে পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ছায়াপথটি দেখেছেন জ্যোর্তিবিজ্ঞানীরা। তাদের পর্যবেক্ষণের গবেষণা প্রকাশিত হয়েছে অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স বিজ্ঞান পত্রিকায়। বিজ্ঞানীরা জানিয়েছেন, ছায়াপথের দৈর্ঘ্য ১ কোটি ৬৩ লক্ষ আলোকবর্ষ। তবে এটি একটা অক্ষের দৈর্ঘ্য। মূল অক্ষটির দৈর্ঘ্য এর চেয়ে বেশি হতে পারে। আকাশগঙ্গার দৈর্ঘ্য এর তুলনায় অনেক কম, ১ লক্ষ আলোকবর্ষ। কিন্তু বিজ্ঞানীরা এখনও জানতে পারেননি এই ছায়াপথের এত বিশাল আয়তন হওয়ার কারণ।