ব্রিস্টলের ‘কার্বনমুক্ত’ হওয়ার লড়াই

ব্রিস্টলের ‘কার্বনমুক্ত’ হওয়ার লড়াই

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৫ জুন, ২০২২

,ইংল্যান্ডের ব্রিস্টল শহর নিজেকে কার্বনমুক্ত করার লড়াইয়ে নেমেছে। শহরের কাউন্সিল তার নতুন পরিকল্পনা জানিয়েছে, ২০৩০-এর মধ্যে শহরে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে হবে। পরিকল্পনাকে বাস্তবায়িত করতে ইতিমধ্যে দেশের সরকার ৪ কোটি ৮৫ লক্ষ (ভারতীয় মুদ্রায়) টাকা মঞ্জুর করেছে। আপাতত ২৫০টি ইলেকট্রিক বাস আর এক হাজারেরও বেশি ই-সাইকেল শহরের রাস্তায় চালু করার পরিকল্পনা। তার সঙ্গে রয়েছে ই-কার্গো বাইক নামানোর প্রস্তুতি। পরিবহণ ব্যবস্থায় এই বৈপ্লবিক ভাবনাগুলোকে আগে বাস্তবায়িত করতে চাইছে ব্রিস্টল কাউন্সিল, কারণ পরিসংখ্যান জানাচ্ছে ব্রিস্টলে মোট কার্বন নিঃসরণের এক-তৃতীয়াংশ হয় পরিবহণ থেকে। তারপর ব্রিস্টলের চারপাশ দিয়ে নদীতে যে মালবাহী স্টিমারগুলো চলে সেগুলোকেও ডি-কার্বনাইজ করা হবে। তার জন্য ইলেকট্রিক স্টিমার তৈরির একটি হাব-ও বানানো হচ্ছে।