বড়ো ভূমিকম্পের সম্ভাবনা হিমালয়ে, প্রস্তুত থাকতে বলছেন বিজ্ঞানীরা

বড়ো ভূমিকম্পের সম্ভাবনা হিমালয়ে, প্রস্তুত থাকতে বলছেন বিজ্ঞানীরা

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ২২ মার্চ, ২০২৩

ভারতীয় প্লেট আর ইউরেশীয় প্লেটের মুখোমুখি সংঘর্ষে সৃষ্টি হয়েছিল পৃথিবীর মহানতম পর্বতমালা হিমালয়ের। গত সপ্তাহের বুধবারে বিজ্ঞানীরা আরও একবার সতর্ক করলেন। হিমালয়ের পার্বত্য অঞ্চলে বড়সড় ভূমিকম্পের আশঙ্কা করছেন ওনারা।
গত মাসের মাঝামাঝি পশ্চিম নেপালের দুর্গম পার্বত্য অঞ্চলে একটা ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.৬। ঝাঁকুনি অনুভব করা গেছে উত্তরাখণ্ডেও। তারপর থেকেই নড়েচড়ে বসেছেন গবেষকরা।
ওয়াদিয়া ইন্সটিটিউট অফ হিমালয়ান জিওলজির বরিষ্ঠ জিওফিজিসিস্ট অজয় পাল বলছেন, ইউরেশীয় প্লেটের ক্রমাগত চাপের জন্যে ভারতীয় প্লেটে বেরোতে না পারা শক্তি ক্রমশ জমা হয়। এই শক্তি নির্গত হওয়ার জন্যে মাঝেমধ্যেই ভূমিকম্প হওয়াটাই স্বাভাবিক। এটা একটা নিরবিচ্ছিন্ন প্রাকৃতিক প্রক্রিয়া। কম্পন সৃষ্টি হওয়া বা বড়ো ভূমিকম্পের জন্যে সবসময় তৈরি থাকাই ভালো।
অজয় পালের আশঙ্কাটা কিছুটা তীব্র। তাঁর আন্দাজ, হিমালয় অঞ্চলে পরবর্তী যেকোনো ভূমিকম্প রিখটার স্কেলে সাত বা তার বেশি মাত্রার হতে চলেছে। কবে হতে পারে, সেটা সম্পর্কে ধারনা করা মুস্কিল বলে জানিয়েছেন প্রোফেসর পাল।