ভবিষ্যতে প্রাণ বাঁচাতে বিষ্ঠা সংরক্ষণ!

ভবিষ্যতে প্রাণ বাঁচাতে বিষ্ঠা সংরক্ষণ!

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ২৬ জুলাই, ২০২২

মাইনাস ১১২ ডিগ্রি ফারেনহাইটে মল হিমায়িত করলে বাঁচতে পারে বহু প্রাণ। শুনতে অবাক লাগলেও ট্রেন্ডস ইন মলিকিউলার মেডিসিন পত্রিকায় এমনটাই দাবি করলেন হার্ভার্ড মেডিক্যাল স্কুল ও বস্টন উইমেনস হসপিটালের এক দল গবেষক। তাঁদের দাবি, ভবিষ্যতে সেই হিমায়িত মল থেকে প্রাপ্ত অণুজীব ব্যবহার করেই চিকিৎসা করা যেতে পারে একাধিক রোগের। মানুষের খাদ্যনালিতে থাকে কোটি কোটি ব্যাক্টেরিয়া, ফাঙ্গি, প্রটোজোয়া। গোটা বিষয়টিকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘গাট মাইক্রোবায়োম’। বিজ্ঞানীদের একাংশের দাবি, এই মাইক্রোবায়োম মানুষের সার্বিক স্বাস্থ্যের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত। এই তত্ত্বে দাবি করা হয়েছে, জীবন যাত্রা বদলের সঙ্গে সঙ্গে এই মাইক্রোবায়োমের বৈচিত্র কমে আসছে। আর মাইক্রোবায়োমের স্বাভাবিক বৈচিত্র কমে যাওয়ার ফলে ভবিষ্যতে বেড়ে যেতে পারে রোগাক্রান্ত হওয়ার আশঙ্কা। এই কারণে বিজ্ঞানীদের দাবি, এখন থেকেই সংরক্ষণ করে রাখতে হবে মানুষের মল। বিরল হলেও কিছু কিছু ক্ষেত্রে মলের থেকে প্রাপ্ত অণুজীব ব্যবহার করে বিশেষ কিছু রোগীর প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে বলেও জানিয়েছেন তাঁরা। বিষয়টিকে বলা হচ্ছে, ফিকাল মাইক্রোবায়োটা ট্রান্সপ্লান্টেশন। তবে যেহেতু বিভিন্ন মানুষের গাট মাইক্রোবায়োম আলাদা তাই বিজ্ঞানীদের পরামর্শ অল্প বয়সেই হিময়িত করতে হবে মল। তবে এই তত্ত্বের বিরুদ্ধেও মত দিয়েছেন বিজ্ঞানীদের একটি বড় অংশ। ফলে গোটা বিষয়টি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।