ভালুক এবার জলপাইগুড়ি শহরে

ভালুক এবার জলপাইগুড়ি শহরে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৭ ডিসেম্বর, ২০২১

প্রথমে নাগরাকাটায়। তারপরে সোমবার রাতে ভালুকের আতঙ্ক ছড়ায় ধূপগুড়িতে। আর মঙ্গলবার খোদ জলপাইগুড়ি শহরে। ধূপগুড়িতে আতঙ্ক ছড়ালেও, সেই ভালুক কেউ চোখে দেখেননি। তার ছবিও তোলা হয়নি। তবে জলপাইগুড়ি শহরে ভালুকের ছবিও উঠেছে জেলাশাসককের বাঙলোর কাছে রাখা সিসিটিভির ফুটেজে। আতঙ্কিত মানুষদের আস্থা ফেরাতে সতর্কতামূলক প্রচার চালাচ্ছে প্রশাসন। ভালুক ধরতে অভিযান শুরু করেছে বন দফতর। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার জলপাইগুড়ির জেলাশাসকের বাংলো থেকে ঢিল ছোড়া দূরত্বে তিস্তা উদ্যানে অজানা প্রাণীর রক্তমাখা পায়ের ছাপ দেখতে পান উদ্যানে কর্তব্যরত বনকর্মীরা। পরে সেই ছাপ পরীক্ষানিরীক্ষার পর বনকর্তাদের একাংশ দাবি করেন, ওই প্রাণীটি আসলে ভালুক। তার খোঁজে তল্লাশি চালান বনকর্মীরা। তবে তার হদিশ এখনও পাওয়া যায়নি। কিন্তু সিসি টিভির ফুটেজে জেলাশাসকের বাংলোর কাছেই ভালুকের উপস্থিতি নজরে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =