ভূগর্ভে ছত্রাক সাম্রাজ্য

ভূগর্ভে ছত্রাক সাম্রাজ্য

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৭ আগষ্ট, ২০২৫

১৩০টি দেশ থেকে প্রায় ২.৮ বিলিয়ন ছত্রাক ডিএনএ ক্রমের নমুনা বিশ্লেষণ করে, বিজ্ঞানীরা বানিয়ে ফেলেছেন পৃথিবীর প্রথম উচ্চ রেজোলিউশনের ছত্রাক মানচিত্র। এই তথ্য নিয়ে তৈরি হয়েছে এক বৈপ্লবিক প্ল্যাটফর্ম – ভূগর্ভ মানচিত্র (‘আন্ডারগ্রাউন্ড অ্যাটলাস’)। তবে এই ছত্রাকেরা স্রেফ মাটির নীচে বসে থাকে না, গাছেদের সঙ্গে গোপন মৈত্রী গড়ে তোলে। মাইকোরাইজাল নামের ছত্রাকরা গাছেদের শিকড় জুড়ে বিশাল জাল তৈরি করে। একে বলে অরণ্য ব্যাপী জাল (‘উড ওয়াইড ওয়েব’) । এগুলি কার্বন ধরে রাখে, পুষ্টি সরবরাহ করে, জলচক্র নিয়ন্ত্রণ করে আর গাছেদের রোগ থেকে বাঁচায়। প্রতি বছর এগুলি প্রায় ১৩ বিলিয়ন টন কার্বন শোষণ করে, যা পৃথিবীর মোট জীবাশ্ম জ্বালানিজনিত নির্গমনের এক-তৃতীয়াংশ। অথচ এই শক্তিধর ছত্রাকরা কোনো আন্তর্জাতিক সংরক্ষণ পরিকল্পনায় নেই। এই ছত্রাকদের জীববৈচিত্র্যের ৯০%-রও বেশি অঞ্চল কোনো সংরক্ষিত এলাকা-র মধ্যে পড়ে না। মানে, তারা বিপন্ন। স্পান বা ভূগর্ভ নেটওয়ার্ক সুরক্ষা সমাজ (Society for the Protection of Underground Networks)-এর সহ-প্রতিষ্ঠাতা ড. টোবি কিয়ার্স বলেন, “এই ছত্রাকদের সংযোগ-জাল ক্ষতিগ্রস্ত হলে বনের পুনর্জনন থেমে যায়, ফসল কমে যায়, আর উপরের বাস্তুতন্ত্র ভেঙে পড়ে।” এই ছত্রাক মানচিত্রগুলি শুধু ছত্রাকের বৈচিত্র্য নয়, তাদের বিরলতা ও সংকটকেও তুলে ধরে। কোথায় কোন ছত্রাক দুষ্প্রাপ্য, কোথায় কার সংরক্ষণের প্রয়োজন রয়েছে তা এক কিলোমিটার স্কেল ধরে বুঝিয়ে দেয় এই মেশিন লার্নিং-চালিত মানচিত্র। ২০২১ সালে যাত্রা শুরু করা এই স্পান (SPUN) ইতিমধ্যেই ৪০,০০০ নমুনা বিশ্লেষণ করেছে। চিহ্নিত করেছে প্রায় ৯৫,০০০ ছত্রাক প্রজাতি। স্পান এখন ৭৯টি দেশের ৪০০ বিজ্ঞানী আর ৯৬ জন অনুসন্ধানকারীর সঙ্গে কাজ করছে। ভুটান থেকে মঙ্গোলিয়া, ঘানা থেকে ইউক্রেন—সারা পৃথিবী জুড়ে চলছে ছত্রাক খোঁজা। তবু এখনও পৃথিবীর মাত্র ০.০০১% ভূখণ্ডে এই গবেষণা হয়েছে। আর এখানেই আসে —আন্ডারগ্রাউন্ড অ্যাটলাস। এ এক অবাধ তথ্য ভাণ্ডার, যেখানে যে কেউ ঘরে বসে দেখতে পারে ঘানার উপকূলীয় ছত্রাকের ডেরা কিংবা ব্রাজিলের বনের এক বিরল প্রজাতিকে। পরিবেশ কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ- সবাই এই তথ্য কাজে লাগাতে পারেন। সিজার রদ্রিগেজ বলেন, “আইন ও নীতিনির্ধারণে মাটির নীচের জীবজগত এতদিন প্রায় অদৃশ্য ছিল। এই তথ্য সেই অদৃশ্যতাকে ভেঙে দেয়।” উদাহরণস্বরূপ, ঘানার সমুদ্র উপকূলে রয়েছে এক বিশাল ছত্রাক কেন্দ্র, যা প্রতি বছর দুই মিটার করে ক্ষয়ে যাচ্ছে। দ্রুত সংরক্ষণ না করলে এই ছত্রাক হারিয়ে যাবে চিরতরে। সুতরাং সুরক্ষিত করতে হবে সেই ছত্রাকদের, যারা আমাদের নিঃশ্বাস নিতে সাহায্য করছে।

তথ্যসুত্রঃGlobal hotspots of mycorrhizal fungal richness are poorly protected by
Michael E. Van Nuland, et, al ; Nature (23 July, 2025)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =