ভূপালে বন্যপ্রাণীর সংখ্যা বাড়ছে

ভূপালে বন্যপ্রাণীর সংখ্যা বাড়ছে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৮ ফেব্রুয়ারী, ২০২২

১৯৮৪-র ভয়াবহ গ্যাস দুর্ঘটনার দুঃস্বপ্ন এখনও রয়েছে ভূপাল জুড়ে। সেই দুর্যোগ থেকে অনেকটাই কাটিয়ে উঠেছে শহর। আরও আশাজনক খবর, ভূপালে বন্যপ্রাণীর সংখ্যা ক্রমবর্ধমান। শহরের প্রথম প্রাণী গণনার কাজ থেকে সেই তথ্যই উঠে এসেছে। শহরের কালিয়াস্রোত জলাধারে রয়েছে ২২টি কুমির। শহর সংলগ্ন একটি সংরক্ষিত অরণ্যে বাঘের সংখ্যা জানা গিয়েছে ১৮টি। এছাড়াও ভূপাল শহর জুড়ে ১০৩টি পাখির প্রজাতির সন্ধান পেয়েছেন জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানী প্রত্যুষ মহাপাত্র। তিনি জানিয়েছেন, ২২টি কুমিরের স্বাস্থ্যও ভাল রয়েছে। প্রাপ্তবয়স্ক কুমিরগুলির দৈর্ঘ্য ৯ ফুট আর অপ্রাপ্তবয়স্ক কুমিরদের দৈর্ঘ্য ৬ ফুটের একটু বেশি। এছাড়াও কালিয়াস্রোত জলাধারে দুটি ঘড়িয়ালেরও দেখা মিলেছে। ঘড়িয়াল বিপন্ন প্রজাতির অন্তর্ভূক্ত বলে দুটি ঘড়িয়ালকে বাঁচিয়ে তাদের বংশবৃদ্ধি করা যায় কি না সেই ভাবনা ভূপালের জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গবেষকদের।