
প্রশান্ত মহাসাগরের নীচে হাঙ্গা টঙ্গা-হাপাই আগ্নেয়গিরিতে বিশাল অগ্নুৎপাত ঘটেছে। গত ডিসেম্বর মাসের ২১ তারিখের ছবিতে দেখা যাচ্ছে আগ্নেয়গিরির উপরে জলের উপরিভাগে আকাশে জমাট সাদা মেঘের স্তুপ। এই অগ্নুৎপাতের ফলে সুনামির বিরাট ঢেউ এসে আঘাত হেনেছে দ্বীপরাষ্ট্র টঙ্গাতে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন টাঙ্গার রাজধানী নুকুয়ালোফার আকাশ থেকে আগ্নেয়গিরির ছাই পড়তে দেখা যাচ্ছে। সেদেশে জারি হয়েছে সুনামি সতর্কতা। টঙ্গার মাত্র ৬৫ কিলোমিটার উত্তরে টঙ্গা-হঙ্গা হপাই আগ্নেয়গিরিটি অবস্থিত। অগ্নুৎপাতের ঘটনা পুরো দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে কাঁপিয়ে দিয়েছে। প্রায় ২৩০০ কিমি দূরে অবস্থিত নিউজিল্যান্ডের একটি স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষক সংস্থার টুইটে বলা হয়, এটি যেরকম শক্তিশালী ছিল তা অবাক করার মতো। টঙ্গার জিওলজিকাল সার্ভিস জানায়, এই আগ্নেয়গিরি থেকে উৎক্ষিপ্ত গ্যাস, ধোঁয়া এবং ছাই আকাশের কুড়ি কিলোমিটার পর্যন্ত উপরে পৌঁছেছে। আট মিনিট ধরে অগ্নুৎপাত এতটাই ব্যাপক এবং তীব্র ছিল যে, এর আওয়াজ শোনা যাচ্ছিলো আটশো কিলোমিটার দূরের ফিজি পর্যন্ত- ফিজির রাজধানী সুভার কর্মকর্তারা জানিয়েছেন। ফিজি সরকার সুনামি সতর্কতা জারি করে নিচু উপকূলীয় এলাকার মানুষের জন্য আশ্রয় কেন্দ্র খুলেছে। পাশাপাশি ২৩০০ কিমি দূরে অবস্থিত হওয়া সত্বেও নিউজিল্যান্ড সরকার সতর্কতা জারি করে রেখেছে। নিউজিল্যান্ডের জাতীয় জরুরী ব্যবস্থাপনা সংস্থা বলেছে, নর্থ আইল্যান্ডের উত্তর ও পূর্ব উপকূলে জোরালো এবং অস্বাভাবিক জোয়ার ও জলোচ্ছাসের আশংকা আছে। নিউজিল্যান্ড জুড়েই লোকজন শক্তিশালী আওয়াজ শুনতে পেয়েছেন বলেই খবর।