মগজ চাঙ্গা করলে রাশ পড়বে বেলাগাম খাদ্যাভ্যাসে

মগজ চাঙ্গা করলে রাশ পড়বে বেলাগাম খাদ্যাভ্যাসে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২ সেপ্টেম্বর, ২০২২

গোটা দুনিয়ায় একশো জনের মধ্যে দুজন ভুগছেন এক অদ্ভুত সমস্যায়। বিঞ্জ ইটিং ডিসঅর্ডার। অর্থাৎ, মাত্রাছাড়া খানাপিনার প্রবণতা। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েক মিলিয়ন মানুষ এই সমস্যার শিকার।

পাইলট স্টাডিতে খোঁজ মিলেছে এমন এক উদ্দীপক যন্ত্রের যা পাল্টে দিতে পারে এই চালচিত্র। মস্তিষ্কের গভীরে উদ্দীপনা সৃষ্টি করে নাটকীয়ভাবে এই যন্ত্র কমিয়ে আনতে পারে বেশি খাওয়ার অসুখ। তাতে রোগীদের ওজনও উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়।
কী হয় এই রোগে? – খাবার খাওয়ার পরিমাণে নিয়ন্ত্রণ থাকে না, আর দিন দিন মোটা হতে থাকে শরীর। অসুস্থ হলেও রোগী সেটা বুঝতে না পেরে আরও লাগামছাড়া হয়ে পড়ে।
পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের পেরেলম্যান স্কুল অফ মেডিসিনের গবেষকরা মিলে পরীক্ষা চালিয়েছিলেন দুজন রোগীর উপর। মগজের যে অংশ খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করে, সেই অঞ্চলে ঐ যন্ত্রটা বিশেষ ধরণের উদ্দীপনা সৃষ্টি করে। তাতেই নাকি চমৎকার হল। অন্তত ঐ দুজন রোগীকে আশ্বস্ত করতে পেরেছেন গবেষকদল।