মঙ্গলেও ভূমিধ্বস!

মঙ্গলেও ভূমিধ্বস!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৪ সেপ্টেম্বর, ২০২১

গতবছর থেকেই উত্তর ভারত জুড়ে বার বার ভূমিধ্বস দেখে এসেছে মানুষ। কিন্তু মহাকাশচারীরা জানিয়েছেন, ভূমিধ্বস শুধু পৃথিবীর বুকেই নয়, হয়েছে মঙ্গলের বুকেও! সম্প্রতি মঙ্গলের ভূমিধ্বসের ছবি তুলেছে এক্সো-মার্স অরবিটার উপগ্রহ। মঙ্গলের চারপাশ দিয়ে প্রদক্ষিণ করছে এই উপগ্রহ। ১৩ এপ্রিল ঘটেছিল ঘটনাটা। মঙ্গলে একটা ৩৫ কিলোমিটারের চওড়া বিশাল গর্তের চারপাশে প্রায় ৫ কিলোমিটার ভূমিধ্বসটা হয়েছিল। এক্সো-মার্স অরবিটারকে যারা পরিচালনা করে সেই ইউরোপীয় স্পেস এজেন্সি জানিয়েছে, ভূতাত্বিক প্রক্রিয়াতেই ভূমিধ্বস হয়েছে এবং পৃথিবীর মতো মঙ্গলেও ভূমিধ্বসের আকার ও আকৃতি বিভিন্ন রকমের হয়। উপগ্রহটি খুঁজছিল মঙ্গলে জল কোথায় কোথায় পাওয়া যায়। সেই অনুসন্ধানের সময়েই ভূমিধ্বস হয়। ছবিতে ভূমিধ্বসের তীব্রতা দেখে মহাকাশচারীরা নিশ্চিত হয়েছেন যে এরকম ভূমিধ্বস মঙ্গলে প্রথমবার নয়, আগেও কয়েকবার হয়েছে। যদিও এর আগে কোন সময় হয়েছিল সে সম্পর্কে মহাকাশচারীরা জানতে পারেননি এখনও। আর মঙ্গলের পৃষ্ঠে যে বিশাল গর্তটির সৃষ্টি হয়েছে সে সম্পর্কে মহাকাশচারীদের ব্যাখ্যা, লাভা জমে ওই গর্তগুলোর জন্ম হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =