মঙ্গলের গহ্বরে রোভার

মঙ্গলের গহ্বরে রোভার

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৯ আগষ্ট, ২০২২

মঙ্গলের সবচেয়ে রহস্যময় গহ্বরে প্রবেশ করতে চলেছে নাসার পারসিভারেন্স রোভার। লাল গ্রহের প্রাচীন নদী উপত্যকার নাম দেওয়া হয়েছে জেজিরো ক্রেটার। তারই পশ্চিম প্রান্তে রয়ে‌ছে এই গহ্বর। নাসার তরফে জানানো হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই সেই গহ্বরের মধ্যেকার শুকিয়ে যাওয়া হ্রদের দিকে এগোতে শুরু করবে নাসার রোবটযান। সেপ্টেম্বর মাসে পৌঁছবে গন্তব্যে। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি মঙ্গলের মাটিতে রোভারটির গতিবিধি নিয়ন্ত্রণ করে। তারা জানিয়েছে, এই মুহূর্তে জেজিরো ক্রেটারের মধ্যে যেখানে রোভারটি রয়েছে, তার দক্ষিণ পশ্চিমেই সেই প্রাচীন হ্রদের অবস্থান। খুব শিগগিরই রোভারটিকে তার দিকে নিয়ে যাওয়া হবে। বিজ্ঞানীরা মনে করছেন, এই শুকনো হ্রদটির মধ্যে যে সমস্ত পাথর রয়েছে, তাতে মিলতে পারে প্রাণের হদিস। পাথরের গায়ে জীবাশ্মের খোঁজ করবে রোভার। তা যদি পাওয়া যায়, নিঃসন্দেহে তা মহাকাশ গবেষণার ক্ষেত্রে যুগান্তর ঘটাবে বলে বিজ্ঞানীদের দাবি।